New Zealand National Cricket Team vs England National Cricket Team, 2nd Test: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যাওয়ায় টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড তাদের হোম সিরিজের প্রথমেই ধাক্কা খেয়েছে। এর ওপর আইসিসি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্লো-ওভার রেটের পেনাল্টি দিয়েছে। ফলে তিন পয়েন্ট কাটা গিয়েছে কিউইদের। যা তাঁদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ইচ্ছায় ধাক্কা দিয়েছে। নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ৪৭.৯২ শতাংশ এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচ থেকে জয় এলেও বেড়ে ৫৫.৩৬ শতাংশের বেশি যেতে পারবে না। এই মুহূর্তে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৫৯.২৬), অস্ট্রেলিয়া (৫৭.২৬) ও শ্রীলঙ্কা (৫০) যারা এই ফাইনালের সমীকরণে বেশী এগিয়ে। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজ জয়ই ইংল্যান্ডের দলের একমাত্র পাওনা। Latest ICC Test Rankings: আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে জয়সওয়ালকে টপকে দুইয়ে ব্রুক, বোলিংয়ে শীর্ষে বুমরাহই
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট
The Playing XI were presented their caps today by former @englandcricket rep @Harmy611 at the Cello @BasinReserve.
Players are re-presented their cap ahead of every Test match. #NZvENG pic.twitter.com/Hth9K5wJFh
— BLACKCAPS (@BLACKCAPS) December 5, 2024
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড: হেড টু হেড রেকর্ড
টেস্টে ১১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। যেখানে ইংল্যান্ড জিতেছে ৫৩টিতে, নিউজিল্যান্ড জিতেছে ১৩ বার। ৪৭ ম্যাচ ড্র হয়েছে।
নিউজিল্যান্ড স্কোয়াডঃ টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, ম্যাট হেনরি, টিম সাউদি, উইলিয়াম ও'রুরক, মিচেল স্যান্থনার, জ্যাকব ডাফি, উইল ইয়াং।
ইংল্যান্ডের একাদশঃ জ্যাক ক্রলি, বেন ডাকেট, জেকব বেথেল, জো রুট, হ্যারি ব্রুক, অলি পোপ (উইকেটরক্ষক), বেন স্টোকস (অধিনায়ক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
৬ ডিসেম্বর ওয়েলিংটনে বেসিন রিজার্ভে (Basin Reserve, Wellington) আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় ভোর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে।