NZ vs ENG 2nd Test Day 2 Highlights: ওয়েলিংটনে দ্বিতীয় দিনে বেন ডাকেট (Ben Duckett) এবং জেকব বেথেল (Jacob Bethell) নার্ভাস নাইনটির শিকার হলেও ইংল্যান্ডের অবস্থান আজ বড় মজবুত হয়েছে। এরপর জো রুট তার ৬৫তম টেস্ট হাফসেঞ্চুরি করে ইংল্যান্ডকে শীর্ষে নিয়ে যান। এর আগে গাস অ্যাটকিনসন হ্যাটট্রিক নিয়ে নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দেন। যার ফলে ৫৩৩ রানের বিশাল লিড নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। নিউজিল্যান্ড ৮৬/৫ স্কোর দিয়ে দিন শুরু করে এবং মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। আজ মাত্র ১০ ওভার ব্যাটিং করতে পারে তারা। ব্রাইডন কার্স টম ব্লান্ডেলকে আউট করে দিন শুরু করে। একই ওভারে, কার্স নাইটওয়াটম্যাচ উইলিয়াম ও'রউর্ককে ২৬ বলে শূন্য রানে লেগ বিফোরের ফাঁদে ফেলে। এরপর গ্লেন ফিলিপস এবং নাথান স্মিথ দলকে ১০০ রানের গণ্ডি পেরোতে সাহায্য করলেও অ্যাটকিনসন হ্যাটট্রিক নিয়ে তাঁদের ইনিংসের দ্রুত সমাপ্তি ঘটান। Joe Root Record: টেস্টে ৫০+ স্কোরের সেঞ্চুরি জো রুটের, সচিন-কালিসের অনন্য তালিকায় করলেন জায়গা
প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ম্যাট হেনরির বলে এই সিরিজে চতুর্থবারের মতো আউট হন। এখান থেকেই বেথেল ও ডাকেটের দ্বিতীয় উইকেট জুটি নিউজিল্যান্ডের মনোবল ভেঙে দেয়। তারা টপ গিয়ারে ব্যাটিং শুরু করে ইচ্ছামতো চার এবং ছক্কা মারতে থাকে। দু'জনেই ঝড়ের গতিতে হাফসেঞ্চুরি নিজ নিজ সেঞ্চুরির দিকে দৌড়াচ্ছিলেন। কিন্তু নার্ভাস নাইনটির কারণে স্লো হতেই সুযোগ নেন সাউদি এবং দুজনকে আউট করেন। এই বিপদ কাটলেও ফের রুট এবং ব্রুক শেষ সেশনে জুটি বাঁধলে হোম দলের দুর্দশা বাড়তে থাকে এবং ইংল্যান্ডের লিড ৪০০ ছাড়িয়ে যায়। হাফ সেঞ্চুরির পর ব্রুককে ফিলিপস আউট করেন। এর কিছুক্ষণ পরেই রুট নিজের ৬৫তম টেস্ট অর্ধশতরান তুলে নেন। হেনরি যখন অলি পোপকে আউট করেন তখন ইংল্যান্ড ৫০০ রানের কাছাকাছি, কিন্তু ডিক্লারেশন কথা বেন স্টোকসের মাথায় আসেনি। পরিবর্তে তিনি ২৬ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডকে আরও হতাশ করে।
নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের হাইলাইটস