Harry Brook (Photo Credit: England Cricket/ X)

NZ vs ENG 2nd Test Day 1 Highlights: ওয়েলিংটনে দিনের শেষে ব্ল্যাক ক্যাপসদের স্কোর ৮৬-৫৷ ইংল্যান্ড কেন উইলিয়ামসনের গুরুত্বপূর্ণ উইকেট নিলে তাসের ঘরের মতো উইকেট পড়তে থাকে কিউইদের। টম ব্লান্ডেলকে সাত রানে ক্রিজে রেখে নাইটওয়াচম্যান উইল ও'রউর্ক প্রথম দিনের খেলা শেষ করেন। ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের মতোই এই টেস্টেও ১১৫ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হ্যারি ব্রুক। তিনি আবার ইংল্যান্ডকে উদ্ধার করেন। তিনি যখন ব্যাট করতে নামেন তখন ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৩ রান। ইংল্যান্ডের মতোই নিউজিল্যান্ডের টপ অর্ডারও দিনের শেষ ২৬ ওভারে সিম এবং বাউন্সের বিরুদ্ধে খারাপভাবে লড়াই করে। ডেভন কনওয়ে ১১ রানে গাস অ্যাটকিনসনের বলে কট বিহাইন্ড হন। এরপর তাঁর সতীর্থ ওপেনার টম ল্যাথাম ১৭ রানে অধিনায়ক বেন স্টোকসের বলে ক্লিন বোল্ড হন। ক্রিস ওকসের বলে ডাইভিং ব্রাইডন কার্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাচিন রবীন্দ্র। ZIM vs PAK 3rd T20I Highlights: টিনোটেন্ডা মাপোসার সুবাদে লো-স্কোরিং থ্রিলারে পাকিস্তানকে চমকে দিল জিম্বাবয়ে

এরপর ৩৭ রানে উইকেটরক্ষক অলি পোপের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কিউই ডেঞ্জারম্যান উইলিয়ামসন। ছয় নম্বরে থাকা ড্যারিল মিচেল কার্সে পোপের হাতে লেগ সাইডে ক্যাচ দেন। ইংল্যান্ডের ইনিংসের কথা বলতে গেলে, পোপের (৬৬) সঙ্গে ব্রুকের পঞ্চম উইকেট জুটি নির্ণায়ক প্রমাণিত হয়। এই জুটি পাল্টা হামলা করে মাত্র ১৫৮ বলে ১৭৪ রান করে। ২৫ বছর বয়সী ব্রুক পাঁচটি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে সেঞ্চুরি করেন। দ্বিতীয় সেশনের শেষ বলে ইংল্যান্ডকে ২৫৯-৭ রানে খেলা শেষ করে। শেষ তিন উইকেটের পতন ঘটে চা-বিরতির পর। নতুন বলে ম্যাট হেনরির (২-৪৩) সঙ্গে দুই উইকেট তুলে নেন নাথান স্মিথ (৪-৮৬)।

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনের হাইলাইটস