Harry Brook and Ben Stokes (Photo Credit: ICC/ X)

NZ vs ENG 1st Test Day 3 Scorecard: ক্রাইস্টচার্চে প্রথম টেস্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইংল্যান্ড। হ্যারি ব্রুকের ১৭১ রানের বিশাল ইনিংসের সুবাদে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪৯৯ রান করে। ইংল্যান্ডের এক পর্যায়ে স্কোর ছিল ৪ উইকেটে ৭১ রান সেখান থেকে ব্রুককে বেন স্টোকস (৮০) ও অলি পোপের (৭৭) সঙ্গ দেন। এরপর এই ব্যাটসম্যানরা ফিরে গেলে ইংল্যান্ডের পেসার গাস অ্যাটকিনসন (৩৬ বলে ৪৮) ও ব্রাইডন কার্সের (২৪ বলে ৩৩) বিস্ফোরক ব্যাটিং সফরকারীদের ১৫১ রানের লিড এনে দেয়। ব্রুক এবং স্টোকস গতকাল যেখানে খেলা শেষ করেন আজকেও ঠিক সাবলীলভাবেই নিজেদের ব্যাটিং চালিয়ে যান। দিনের প্রথম ওভারেই আসে দুই ব্যাটসম্যানের মধ্যে সেঞ্চুরি জুটি। তৃতীয় দিনেও কিউইরা মাঠে ঢিলেঢালা ছিল প্রচুর সহজ ক্যাচ ড্রপ করে। মেঘলা দিনে নিউজিল্যান্ড নতুন বল হাতে কিছু করতে পারেনি, উল্টে পরের পাঁচ ওভারে ৩৬ রান তুলে লিড নেয় ইংলিশ ব্যাটাররা। Kane Williamson: নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৯ হাজার রানের মালিক কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের তৃতীয় দিনের স্কোরকার্ড

ব্রুক অভিজ্ঞ টিম সাউদির বলে একটি বাউন্ডারি মেরে তার ১৫০ রান করেন। সাউদির দুই ওভারে ২৩ রান মারেন তিনি। স্টোকসও সেই সুযোগ কাজে লাগিয়ে হাফসেঞ্চুরি করে ফেলেন। থার্ডম্যানে ১৭১ রানে ব্রুক আউট হলে ভেঙে যায় অধিনায়কের সঙ্গে তাঁর ১৫৯ রানের বিশাল জুটি। এরপর স্টোকস ও গাস অ্যাটকিনসন (৪৮) ৬৩ রানের আরেকটি জুটি গড়লে ইংল্যান্ড ৪০০ রানের গণ্ডি অতিক্রম করে। স্টোকস ৮০ রানে লং অনে ক্যাচ দিয়ে আউট হন। এরপর ব্রাইডন কার্সের ২৪ বলে ৩৩ রানের ইনিংস ইংল্যান্ডকে ১৫১ রানের লিড এনে দেয় এবং তাঁদের ইনিংস শেষ হয় ৪৯৯ রানের বিশাল স্কোরে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড মাত্র ১ রানে টম ল্যাথামকে হারায়। এরপর ডেভন কনওয়ে এই বছর সপ্তমবারের মতো এক অঙ্কের স্কোরে আউট হন। উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র আর কোনও উইকেট না হারিয়ে শেষ সেশন অবধি খেলা নিয়ে যান। কিন্তু টি ব্রেকের পরপরই রবীন্দ্র একটি পুল শট মারতে গিয়ে ডিপ মিড উইকেটে জ্যাকব বেথেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। স্বাচ্ছন্দ্যে থাকা উইলিয়ামসন বশিরকে টার্গেট করে ৩৭তম টেস্টে হাফ সেঞ্চুরি করেন। ওকস ৬১ রানে উইলিয়ামসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন। ব্যাট হাতে টম ব্লান্ডেলের ভয়ঙ্কর ফর্ম অব্যাহত থাকায় প্রথম বলেই তিনি আউট হয়ে যান, যা দলের উপর চাপ বাড়িয়ে তোলে। এরপর ফিলিপস এলবিডব্লিউ হন কার্সের বলে। কার্সে এবং ওকস তিনটি করে উইকেট নিয়ে কিউইদের স্কোর করে দেন-১৫৫/৬, এগিয়ে মাত্র ৪ রানে।