নেপিয়ারে পাঁচ উইকেটে স্মরণীয় জয় তুলে নেওয়ার পর আজ ২৯ ডিসেম্বর শুক্রবার মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথমে বিপাকে পড়লেও লিটন দাসের ৪২ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে জয় তুলতে সাহায্য করে। টসে জিতে প্রথমে কিউইদের ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলেও শেষ ওয়ানডেতে কিউইদের পরাজিত করে বাংলাদেশ। এরপর ভিন্ন ফরম্যাটে একই ভেন্যুতে একই জয়ের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে এটি ছিল বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। টি-টোয়েন্টিতে ১৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে ১৮ ম্যাচের মধ্যে ১৪টিতেই জিতেছে কিউইরা, আর মাত্র চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ। Latest ICC T20 Ranking: আইসিসি টি-২০ তালিকায় শীর্ষে সূর্য কুমার, বোলিংয়ে সেরা আদিল রাশিদ
Bangladesh Tour of New Zealand
Bangladesh 🆚 New Zealand 🏏
2nd T20I | December 29, 2023 | Venue: Mount Maunganui | Time: 12:10 PM (BST)
Live on 👉 Nagorik TV, Green TV & TOFFEE#BCB | #Cricket | #NZvBAN pic.twitter.com/tfgRnAKppa
— Bangladesh Cricket (@BCBtigers) December 28, 2023
বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শামীম হোসেন, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান, শোরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড স্কোয়াড: ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফর্ট (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি, জ্যাকব ডাফি।
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?
২৯ ডিসেম্বর মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে (Bay Oval, Mount Maunganui) দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ?
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ১২টা ২০ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ
সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ ভারত সম্প্রচার করা হবে না, বাংলাদেশে খেলা দেখা যাবে গ্রিন টিভিতে (Green TV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ
ভারতের প্রাইম ভিডিও অ্যাপ (Amazon Prime) ও ওয়েবসাইটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ সরাসরি দেখা যাবে।