ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজের পর ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট (Phil Salt) ব্যাটিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ত্রিনিদাদে সল্টের ১১৯ ও ৩৮ রান তাঁকে ১৮ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে। কেরিয়ারের সর্বোচ্চ রেটিং ৮০২ পয়েন্টেও রয়েছেন তিনি। পাকিস্তানের মহম্মদ রিজওয়ান তাঁর চেয়ে ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। সল্টের বিশাল লাফ সত্ত্বেও টি-২০ ক্রিকেটে সূর্যকুমার যাদব শীর্ষে রয়েছেন। ভারতের ব্যাটসম্যান যে এখনও বিশ্ব সেরা সেটি স্পষ্ট। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে রুতুরাজ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্পিনের জাদু চালিয়ে রাশিদ খান এবং রবি বিষ্ণোইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন। বোলিং তালিকায় আর কোনো ভারতীয়ের নাম নেই। অলরাউন্ডার তালিকায় শীর্ষ স্থান বহু সপ্তাহ ধরে দখলে রেখেছেন সাকিব-আল-হাসান। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। Hardik Pandya Update: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে আনফিট হার্দিক পান্ডিয়া, ফিরবেন আইপিএলে
দেখুন আইসিসির তালিকা
Opener Phil Salt was among the big gainers in the latest @MRFWorldwide ICC Men’s T20I Player Rankings update 💪
More 👉 https://t.co/0gBziIsvzS pic.twitter.com/bHvgxKdvxH
— ICC (@ICC) December 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)