Afghanistan Cricket (Photo Credit: ACB Media/ X)

আগামী ১৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ষোড়শ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তিনটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এখন পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রেখেছে। আফগানিস্তান এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। এমএ চিদম্বরম স্টেডিয়াম এমন একটি পিচ দিচ্ছে যা ব্যাটসম্যানদের জন্য সহায়ক হতে চলেছে। পেসাররা শুরুতে কিছু সিম এবং সুইং উপভোগ করতে পারে এবং শেষের দিকে রিভার্স সুইং করতে পারে। ধীরগতির ডেলিভারি সঠিকভাবে ব্যবহার করা হলে সত্যিই ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। টসে জয়ী দলগুলো প্রথম ইনিংসে গড়ে ২৩১ রান তোলে। NZ vs AFG, ICC ODI World Cup Live Streaming: বিশ্বকাপে কিউইদের হারিয়ে আরেকটি অঘটন কি ঘটাবে আফগানিস্তান নাকি জয়ের ধারা অব্যাহত রাখবে নিউজিল্যান্ড; সরাসরি দেখবেন যেখানে

টসঃ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের। এদিকে আফগানিস্তান দলে এসেছেন ইকরাম আলিখিল এবং বাদ পড়েছেন নাজিবুল্লাহ জাদরান। নিউজিল্যান্ড দলে এসেছেন উইল ইয়ং, চোটের জন্য বাদ কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের দলঃ ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তানের দলঃ রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), মহম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।