আগামী ১৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপের ষোড়শ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। তিনটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড এখন পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রেখেছে। আফগানিস্তান এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের, প্রথম বলেই প্রথম উইকেট হারায় তারা। টপ অর্ডারের ব্যর্থতার পর গুরুত্বপূর্ণ রান তোলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ও সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তারা বোর্ডে মাত্র ২৪৫ রান তুলতে সক্ষম হয়। নিউজিল্যান্ড শুরুতেই একটি উইকেট হারায়, কিন্তু পরপর দুটি দুর্দান্ত জুটি গড়েন, যার ফলে তারা সহজেই আট উইকেটে ম্যাচটি জিতে নেয় তারা।
অন্যদিকে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। আফগানদের শুরুটা ছিল দুর্দান্ত, যেখানে ৮০ রানের ইনিংস খেলে আধিপত্য বিস্তার করেন গুরবাজ। মাঝের ওভারে তারা দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলে, কিন্তু শেষদিকে তারা ২৮৪ রান তুলতে সক্ষম হয়। শুরুতেই প্রথম উইকেট হারানোর পর একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। পার্টনারশিপ গড়তে না পারায় ৬৯ রানে হেরে যায় তারা। ICC CWC 2023 Points Table: বিশ্বকাপে এখনও শীর্ষে ভারত, ডাচদের কাছে হারে কোথায় প্রোটিয়ারা; জানুন সম্পূর্ণ তালিকা
High-flying Afghanistan take on the undefeated New Zealand 🍿
Who takes the points from this one? 🇳🇿🇦🇫#CWC23 #NZvAFG pic.twitter.com/R0Bb2v7ldU— ICC (@ICC) October 18, 2023
নিউজিল্যান্ডের সম্ভাব্য দলঃ ডেভন কনওয়ে, রচিন রবীন্দ্র, উইল ইয়ং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক/উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আফগানিস্তানের সম্ভাব্য দলঃ রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), মহম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), আজমতউল্লাহ ওমরজাই, রাশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।
কবে, কোথায় আয়োজিত হবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
১৮ অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে (MA Chidambaram Stadium, Chennai) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান।
কখন থেকে শুরু হবে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি টিভিতে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি অনলাইনে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।