বেঙ্গালুরু: বৃহস্পতিবার কর্নাটকের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের ৪১তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭১ রান করে শ্রীলঙ্কা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩ ওভার ২ বলে মাত্র ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান করে নিউজিল্যান্ড। তাদের হয়ে ডেভন কনওয়ে ৪৫, ড্যারিল মিচেল ৪৩, রাচিন রবীন্দ্র ৪২ রান করে। অন্যদিকে শ্রীলঙ্কার সফল বোলার ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ২-২৯।
এই ম্যাচের ফলে এবারের বিশ্বকাপের ক্রমতালিকা ৮ ম্যাচ খেলে ভারত আটটিতে জিতে ১৬ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা (১২ পয়েন্ট), অস্ট্রেলিয়া (১২), নিউজিল্যান্ড ১০ পয়েন্ট, পাকিস্তান ৮, আফগানিস্তান ৮, ইংল্যান্ড ৪, বাংলাদেশ ৪, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ৪। আরও পড়ুন: Galle Titans on Shakib Issue: 'টাইমড আউট' বিতর্কের পরও সাকিবের পাশে দাঁড়াল লঙ্কা প্রিমিয়ার লিগের দল গল টাইটান্স
ICC World Cup | New Zealand beat Sri Lanka (171) by 5 wickets at M.Chinnaswamy Stadium, Bengaluru.
Devon Conway 45, Daryl Mitchell 43, Rachin Ravindra 42, Angelo Mathews 2-29
— ANI (@ANI) November 9, 2023