![](https://bnst1.latestly.com/uploads/images/2024/12/14-175.jpg?width=380&height=214)
PAK vs NZ, Final, Tri Nation ODI Series Scorecard: শুক্রবার করাচিতে ফাইনালে আয়োজক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে পরপর উইকেট হারাতেই থাকে পাকিস্তান। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক মহম্মদ রিজওয়ান (৪৬) ও সলমন আগা (৪৫) ৮৮ রানের জুটি গড়লেও এই মাঠে বাউন্ডারি হাঁকানো সহজ ছিল না। এছাড়া তৈয়ব তাহির (৩৮) ও ফাহিম আশরাফ (২২) দলকে কিছুটা আশা দিলেও মাত্র ৪৭ রানে শেষ পাঁচ উইকেট হারায় তারা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ২০ রান দিয়ে ২ উইকেট নেন। সিমার উইল ও'রউর্ক নিউজিল্যান্ডের পরিপাটি বোলিংয়ে নেতৃত্ব দেন। তাঁর ৪৩ রানে ৪ উইকেটের সুবাদে কারণ পাকিস্তান ২৪২ রানে গুটিয়ে যায়, এদিকে তাদের ইনিংসে তখনও তিনটি বল বাকি। Babar Azam 6000 ODI Runs: বিরাটকে টপকে এশিয়ার শীর্ষে, হাশিম আমলার রেকর্ড ছুঁলেন বাবর আজম
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, ফাইনাল, ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ স্কোরকার্ড
New Zealand win the tri-series final by five wickets.#3Nations1Trophy | #PAKvNZ pic.twitter.com/cN3IxmCKTF
— Pakistan Cricket (@TheRealPCB) February 14, 2025
এরপর নিউজিল্যান্ড রান তাড়া করতে নামলে পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহ দ্বিতীয় ওভারে ওপেনার উইল ইয়ংকে আউট করেন। কিন্তু নিউজিল্যান্ডের ফ্রন্টলাইন ব্যাটাররা পাকিস্তানের খারাপ ক্যাচিং এবং রিভিউয়ের বেকার ব্যবহারের সুযোগকে কাজে লাগাতে সক্ষম হয়। এরপর ডেভন কনওয়ে (৪৮) ও কেন উইলিয়ামসনকে (৩৪) আউট করে খেলায় কিছুটা ফিরে আসে পাকিস্তান। এর আগে উইলিয়ামসনকে এলবিডব্লিউ করার মরিয়া চেষ্টায় একটি রিভিউ নষ্ট করে তারা। আবার ল্যাথামকে নিয়ে সন্দেহ থাকলেও নট আউট দেওয়া হয়। শাহীন আফ্রিদি এবং সৌদ শাকিল দুটি ক্যাচ ড্রপ করলে ল্যাথাম সেই সুযোগ কাজে লাগাতে ছাড়েননি। এরপর ড্যারিল মিচেল (৫৭) ও টম ল্যাথামের (৫৬) হাফসেঞ্চুরির সুবাদে ২৮ বল বাকি থাকতেই টুর্নামেন্টে অপরাজিত থেকে জয়ী হয় নিউজিল্যান্ড।