হ্যাংঝুতে পুরুষদের এশিয়ান গেমসের উদ্বোধনী ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে রেকর্ড ২৭৩ রানের জয়ে বেশ কিছু রেকর্ড ভেঙেছে নেপালের ব্যাটসম্যানরা। এর আগে পুরুষদের টি-টোয়েন্টি ইনিংসে একটি দল প্রথমবার ৩০০ রান করে। এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের ৩ উইকেটে ৩১৪ রান এই প্রথম। পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। মাত্র ৩৪ বলে নেপালের কুশল মাল্লার শতরানের মাইলফলক স্পর্শ করেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম। নেপালের দীপেন্দ্র সিং আইরি মাত্র ৯টি বলে অর্ধশতক করেন। আইরির ইনিংসে আটটি ছক্কা থাকলেও একটিও চার ছিল না। ১০ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলে আইরির স্ট্রাইক রেট ছিল ৫২০। Phil Salt Record, ENG vs IRE: প্রথম ৪ বলেই ১৮ রান! ফিল সল্টের অনবদ্য ব্যাটিংয়ে ঝুলিতে এল যে রেকর্ড
দেখুন দীপেন্দ্র সিং আইরির অবিশ্বাস্য ইনিংস
🚨| 𝐓𝟐𝟎𝐈 𝐑𝐞𝐜𝐨𝐫𝐝 𝐀𝐥𝐞𝐫𝐭#DipendraAiree 🆚 Mongolia -
5️⃣0️⃣ - 9 Balls
Witness history in the making as Nepal's Dipendra Airee's fastest-ever innings breaks @YUVSTRONG12's T20I record 🏏#SonySportsNetwork #Cheer4India #IssBaar100Paar #Cricket #Hangzhou2022 |… pic.twitter.com/oFwfEa9Oxv
— Sony Sports Network (@SonySportsNetwk) September 27, 2023
এর আগে যুবরাজ সিং, ক্রিস গেইল ও হজরতউল্লাহ জাজাই যৌথভাবে ১২ বলে অর্ধশতকের রেকর্ড গড়েন। এর মধ্যে যুবরাজের পঞ্চাশ আসে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে কিন্তু বাকি দু'টি টি-টোয়েন্টি অর্ধশতক আসে লিগ ম্যাচে।
EIGHT sixes in that 52*(10) against Mongolia 🤯
Did you ever think Yuvraj Singh's T20I record could be broken? Surely not.
👉 https://t.co/imy6D2XjYN | #AsianGames pic.twitter.com/XsjBUE1Vfu
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 27, 2023
এছাড়া ২৭৩ রানের ব্যবধান মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের জয়ের সব টি-টোয়েন্টিতে রানের নিরিখে সর্বোচ্চ ব্যবধানের জয়। অসাধারণ বোলিংয়ে মাত্র ৪১ রানে অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া। এর আগে সবচেয়ে বড় ব্যবধান ছিল ২০১৯ সালে তুরস্কের বিপক্ষে চেক রিপাবলিকের ২৫৭ রানের জয়।
🚨 DEMOLITION job in Hangzhou 😤🇳🇵
✅ Biggest win (by runs) in men's T20s
✅34-ball ton by Kushal Malla, fastest in T20Is going past David Miller & Rohit Sharma
✅ 9-ball fifty by Dipendra Singh Airee, fastest in T20s going past Yuvraj Singh & Chris Gayle #AsianGames2023 pic.twitter.com/8UPiDe9CXr
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 27, 2023