NAM vs SCO (Photo Credits: ICC/ X)

আগামী ৭ জুন, শুক্রবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ নম্বর ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে নামিবিয়া। শেষ ম্যাচে সুপার ওভারে ওমানের বিপক্ষে ১১ রানে জয় পেয়েছে গেরহার্ড ইরাসমাসের নেতৃত্বাধীন নামিবিয়া। সেই ম্যাচে রুবেন ট্রাম্পলম্যান এবং ডেভিড উইজের বোলিং দক্ষতায় এবং তাঁদের স্পেলে যথাক্রমে চার এবং তিন উইকেটের সুবাদে প্রতিপক্ষ ওমানকে মাত্র ১০৯ রানে সীমাবদ্ধ করে। গুরুত্বপূর্ণ সুপার ওভারে ডেভিড উইসের ৪ বলে ১৩ রানের পাশাপাশি অধিনায়কের ২ বলে ৮ রানের অবদানে মোট ২১ রান করে নামিবিয়ার জয় নিশ্চিত হয়। এদিকে, স্কটল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫৫ রানে ধাক্কা খেয়েছে। দুর্ভাগ্যক্রমে, প্রতিবেশী ইংল্যান্ডের বিপক্ষে রিচি বেরিংটনের দলের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, যার ফলে উভয় দলই একটি করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। তবে, সেই ম্যাচে ওপেনার জর্জ মুনসে এবং মাইকেল জোন্স একটি ভালো সূচনা দেন এবং মাত্র ১০ ওভারে ৯০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন, সেই ম্যাচ ইংল্যান্ড একটাও উইকেট নিতে পারেনি। USA vs PAK, ICC T20 WC Live Streaming: মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, আইসিসি টি-২০ বিশ্বকাপ; সরাসরি দেখুন ভারতে

নামিবিয়া দলঃ মাইকেল ভ্যান লিঙ্গেন, নিকোলাস ডেভিন, জ্যান ফ্রাইলিঙ্ক, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জে জে স্মিট, ডেভিড উইস, জেন গ্রিন (উইকেটরক্ষক), মালান ক্রুগার, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি, বেন শিকঙ্গো, ডিলান লেইচার, পিটার-ড্যানিয়েল ব্লিগনট, জ্যাক ব্রাসেল, জেপি কোটজে।

স্কটল্যান্ড দলঃ জর্জ মুন্সে, মাইকেল জোনস, ব্র্যান্ডন ম্যাকমুলেন, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথু ক্রস (উইকেটরক্ষক), মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, ক্রিস্টোফার সোল, ব্র্যাড হুইল, ব্র্যাডলি কুরি, অলি হেয়ার্স, সাফিয়ান শরীফ, জ্যাক জার্ভিস, চার্লি টিয়ারস।

কবে, কোথায় আয়োজিত হবে নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ?

৭ জুন বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়া বনাম স্কটল্যান্ড।

কখন থেকে শুরু হবে নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ?

নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।

জেনে নিন টিভিতে কোথায় নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ

সরাসরি টিভিতে নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ

ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপ ও ওয়েবসাইটে নামিবিয়া বনাম স্কটল্যান্ড, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ সরাসরি দেখা যাবে।