Mumbai Indians vs Chennai Super Kings, IPL 2025 Live Streaming: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৩৮ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ এপ্রিল মুখোমুখি হবে এমআই বনাম সিএসকে (MI vs CSK)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। এমআই (MI) এবং সিএসকে (CSK) দুই দলই এই মরসুমে ফর্মের জন্য লড়াই করেছে। এমএস ধোনির (MS Dhoni’) সিএসকে সাত ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে। অন্যদিকে, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) এমআইও পয়েন্ট টেবিলের তলায় অবস্থান করছে। আহত রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) কাছ থেকে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পরে ধোনি সপ্তাহের শুরুতে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে জয় দিয়ে ফের জয়ের পথে ফিরেছে মেন ইন ইয়েলো। তারা এমআইয়ের বিরুদ্ধে সেই জয়ের ধারা ধরে রাখতে চাইবে। MI vs CSK, IPL 2025 Winning Prediction: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫
Sunday morning & filter coffee. 𝔼𝕃 ℂ𝕃Á𝕊𝕀ℂ𝕆 is perfectly brewed ☕🔥#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #MIvCSK pic.twitter.com/rkSGfmblVI
— Mumbai Indians (@mipaltan) April 20, 2025
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা, করবিন বোশ, অশ্বিনী কুমার, রাজ বাওয়া, রবিন মিঞ্জ, রিস টপলি, মুজিব উর রহমান, কৃষ্ণান শ্রীজিত, অর্জুন তেন্ডুলকর, বেভন জ্যাকবস, সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর।
চেন্নাই সুপার কিংস স্কোয়াডঃ শেখ রশিদ, রচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, জেমি ওভারটন, এমএস ধোনি (অধিনায়ক), অংশুল কাম্বোজ, নূর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা, শিবম দুবে, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, স্যাম কারান, দীপক হুদা, রবিচন্দ্রন অশ্বিন, শ্রেয়স গোপাল, দেভন কনওয়ে, মুকেশ চৌধুরী, নাথান এলিস, দেওয়াল্ড ব্রেভিস, আন্দ্রে সিদ্ধার্থ সি, বংশ বেদী, আয়ুষ মাত্রে।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
২০ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।