Mumbai Indians vs Chennai Super Kings, IPL 2025 Dream11 Prediction: মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৩৮ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ এপ্রিল মুখোমুখি হবে এমআই বনাম সিএসকে (MI vs CSK)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে জয়ের পরে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এই ম্যাচেও নিজের সেরাটা দিতে চাইবে। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারিয়ে চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings) নতুন আত্মবিশ্বাস পেয়েছে। শিবম দুবের ৪৩ রানের ইনিংস দলকে খুব প্রয়োজনীয় জয় এনে দেয়। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের লড়াই বরাবরই সেরা হয়, এই জন্যেই এই ম্যাচকে আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলে। PBKS vs RCB, IPL 2025 Live Streaming: পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫
WankheDEN awaits!🦁🏟️
Clash of Champions Take 2️⃣🙌🏻#MIvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/jjgaP0xb7h
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ ম্যাচ চলাকালীন আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। এপ্রিল মাসে তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং আজ বৃষ্টির সম্ভাবনা খুব কম।
পিচ রিপোর্টঃ মুম্বই ইন্ডিয়ান্স শেষবার ঘরের মাঠে ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়ের ২০০ রান করে। তাই সিএসকের বিপক্ষেও এই স্টেডিয়ামের হাই-স্কোরিং ম্যাচ হবে বলে আশা করা যায়।
টসঃ এই পিচে প্রচুর রান আসে তাই, টসে জয়ী দল এই ভেন্যুতে তাড়া করতে চাইবে। শেষ ম্যাচে হায়দরাবাদের মতো বিস্ফোরক লাইনআপকে আটকে দেয় মুম্বইয়ের বোলাররা। তাই এই মাঠে টস ফ্যাক্টরকে কাজে লাগাতে হলে একটু ধরে খেলতে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: রায়ান রিকেলটন
ব্যাটসম্যান: তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, শিবম দুবে, রচিন রবীন্দ্র
অলরাউন্ডার: হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস
বোলার: জসপ্রীত বুমরাহ, নুর আহমেদ, মাথিশা পাথিরানা
অধিনায়ক অপশন: সূর্যকুমার যাদব / রচিন রবীন্দ্র
সহ-অধিনায়ক অপশন: তিলক ভার্মা / হার্দিক পান্ডিয়া