Mumbai win SMAT. (Photo Credits: X)

বেঙ্গালুরু, ১৫ ডিসেম্বর: রঞ্জি ট্রফির পর এবার সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে চ্যাম্পিয়ন হল মুম্বই। দেশের ক্রিকেটে ফিরল মুম্বই রাজ। আজ, রবিবার বেঙ্গালুরুতে ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে মুস্তাক আলিতে চ্যাম্পিয়ন হল শ্রেয়স আইয়ারের নেতৃত্বে খেলা মুম্বই। আইপিএলে কেকেআর-কে খেতাব এনে দেওয়ার মুম্বইকে ঘরোয়া ক্রিকেটে এক নম্বর টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করালেন অধিনায়ক শ্রেয়স। ফাইনালে মধ্যপ্রদেশের হয়ে একা লড়লেন অধিনায়ক রজত পতিদার। দলের বাকিদের মাঝে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৪০ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন পতিদার।

পতিদারের একার চেষ্টায় প্রথমে ব্যাট করে মধ্যপ্রদেশ নির্ধারিত ২০ ওভারে করে ৮ উইকেটে ১৭৪ রান। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে পাঁচ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব মুম্বইয়ের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান (৩৫ বল) করেন। ফাইনালে রান পাননি পৃথ্বী শ (১০), শিবম দুবে (৯)।

চ্যাম্পিয়ন মুম্বই

অধিনায়ক শ্রেয়স আইয়ার (৯ বলে ১৬) শুরুটা ভাল করেও আউট হয়ে যান । ভাল খেলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আজিঙ্কা রাহানে (৩০ বলে ৩৭)। শেষের দিকে ১৫ বলে ৩৬ রানে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন ম্যাচের সেরা সূর্যাশঙ্ক শেদগে (১৫ বলে ৩৬)। ফাইনালে দুটি উইকেট নেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর।

এবার নিয়ে দ্বিতীয় বার সৈয়দ মুস্তাকে খেতাব জিতল মুম্বই। ২০২২ সালে প্রথমবার এই টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই।