Shan Masood.(Photo Credits; X)

মুলতান, ৭ অক্টোবর: বাংলাদেশের কাছে মহালজ্জার হোয়াইটওয়াশ হওয়ার পর দেশের মাটিতে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামল পাকিস্তান। তিন টেস্টের সিরিজের প্রথম ম্য়াচের প্রথম দিনে দাপট দেখালেন পাকিস্তানের ব্যাটাররা। মুলতানের কুখ্যাত পাটা উইকেটে জোড়া সেঞ্চুরিতে ভর করে বড় রানের পথে পাকিস্তান। পাক অধিনায়ক শান মাসুদ ১৫১ রানের অনবদ্য ইনিংস খেললেন। মাত্র ১৭৭ বলে ওয়ানডে ক্রিকেটের ধাঁচে দেড়শত রানের ইনিংস খেললেন পাক অধিনায়ক। পাশাপাশি সেঞ্চুরি করলেন পাক ওপেনার আব্দুল্লা শাফিক (১০২)।

খেলার শুরুতেই ব্রিটিশ পেসার গাস অ্যাটকিনসন আউট করেন সাইম আয়ুব (৪)। ৮ রানে প্রথম উইকেট হরানোর পর মাসুদ-শফিক দ্বিতীয় উইকেটে রেকর্ড ২৫৩ রানের পার্টনারশিপ করেন। শফিককে আউট করে রেকর্ড রানের পার্টনারশিপ ভাঙেন অ্যাটকিনসন।

দেখুন টেস্টে দ্বিতীয় উইকেটে টেস্টে সর্বোচ্চ পার্টানরসিপের রে

শান মাসুদকে আউট করেন ব্রিটিশ স্পিনার জ্যাক লিচ। ১ উইকেটে ২৬১ থেকে ৩ উইকেটে ২৬৩ হয়ে যায় পাকিস্তানের।