অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য বোলিং বাংলার পেসার মুকেশ কুমারের (Mukesh Kumar)। শুক্রবার বেসরকারী টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে কুইন্সল্যান্ডের ম্যাককাইয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেটে নিলেন মুকেশ। ভারতীয় এ দলের অপর পেসার প্রসিধ কৃষ্ণা নিলেন ৩টি উইকেট। একটি উইকেট নেন নীতীশ রেড্ডি। মুকেশের আগুনে স্পেলে ঝলসে অজি এ দল ১৯৫ রানে অল আউট হয়ে যায়। অজি এ দলে মার্কস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট-দের মত জাতীয় দলে খেলা তারকা ব্যাটারর-রা রয়েছেন। সঙ্গে রয়েছে অধিনায়ক নাথান ম্যাকসুইনি, বিউ ওয়েবস্টার, জোস ফিলিপের মত প্রতিশ্রুতিমান ব্যাটাররা। বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ মুকেশের সামনে ভেঙে পড়ে। অজিদের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে প্রসিধ কৃষ্ণা, নীতীশ রেড্ডি-রা সুযোগ পেলেও জায়গা হয়নি মুকেশের। কিন্তু এদিন তাদের ছাপিয়ে ক্যাঙারুর দেশে মন জিতলেন মুকেশ।
১৩৬ রানে ৭ উইকেট পড়ে গিয়েছেল অজি এ দলের, সেখান থেকে শেষের দিকে টড মারফি ৩৩ রানের ইনিংস খেলে দলের রানকে দুশোর কাছাকাছি নিয়ে যান। অজি এ দলের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ম্যাকসুইনি (৩৯)।
মুকেশের দুরন্ত স্পেল
A six-wicket haul for Mukesh Kumar as Australia A finish with 195 and pick up a lead of 88.#AUSAvINDA pic.twitter.com/YktVCmvJA2
— Cricbuzz (@cricbuzz) November 1, 2024
৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলে নেমে ঋতুরাজ গায়কোয়েড়ের নেতৃত্বে খেলা ভারতীয় দল ৩০ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারিয়েছে। শুরুতেই আউট হন ঋতুরাজ (৫), এরপর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অভিমন্যু ঈশ্বরণ (৫)। প্রসঙ্গত, প্রথম ইনিংসে ৭ রানে আউট হন বাংলার ঈশ্বরণ।
ঈশ্বরণের রান আউটের পর দলের হাল ধরার চেষ্টা করছেন সাই সুদর্শন ও দেবদত্ত পাদিক্কল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় এ দল এখনও ৩০ রানে পিছিয়ে, হাতে ৮ উইকেট। প্রথম ইনিংসে ঋতুরাজ-রা মাত্র ১০৭ রানে অল আউট হয়ে যান।
ভারতীয় এ দলে খেলা তিনজন অস্ট্রেলিয়ায় আসন্ন টেস্ট সিরিজে রোহিত শর্মা-র দলে আছেন-১) ঈশ্বরণ, ২) প্রসিধ কৃষ্ণা, ৩) নীতীশ রেড্ডি।