Virat Kohli Pays Tribute to MS Dhoni: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে অনুরাগীরা কখনওই ভুলবে না, মাহিকে শ্রদ্ধা কোহলির
Virat Kohli and MS Dhoni (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৫ মার্চ: চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অধিনায়কত্বের মেয়াদ দর্শক অনুরাগীরা কোনওদিন ভুলবে না। এমনটাই মনে করেন রট্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আসন্ন আইপিএল ২০২২-এর আগে প্রায় নিঃশব্দে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের ব্যাটন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে তুলে দিয়েছেন ধোনি। সোশ্যাল মিডিয়া ক্যু অ্যাপে কিংবদন্তী অধিনায়ক ধোনির সঙ্গে নিজের একটি ছবি বৃহস্পতিবার শেয়ার করেন বিরাট কোহলি। এভাবেই মাহিকে শ্রদ্ধা জানিয়েছেন কোহলি। আরও পড়ুন-Roopa Ganguly On Rampurhat Incident: 'পশ্চিমবঙ্গ আর বেঁচে নেই', রাজ্যসভায় কেঁদে ফেললেন রূপা গঙ্গোপাধ্যায়

সেই  ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, "হলুদ স্কিপে কিংবদন্তি অধিনায়কত্বের মেয়াদ একটি অধ্যায়। ভক্তরা কখনও ভুলবে না।  সর্বদা শ্রদ্ধা।" ২০১২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলছেন রবীন্দ্র জাদেজা। এনিে সিএসকে-র তৃতীয় তম অধিনায়ক হলেন জাদেজা। ফ্রাঞ্চাইজির তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আইপিএলে-২০৪টি ম্যাচ খেলেছেন ধোনি। ১২১ টিতে জিতেছেন। ৮২টিতে হেরে গেছেন। একটি ম্যাচ অমীমাংসিত। ধোনির অধিনায়কত্বে চারবার আইপিএল জিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস।   যথাক্রমে ২০১০, ২০১১, ২০১৮ ও ২০২১ সালে আইপিএল জের কাপ ঘরে নিয়ে গেছে সিএসকে। আগামী কাল শনিবার চলতি মরশুমে আইপিএল শুরু হচ্ছে। প্রথম দিনই চেন্নাই সুপার কিংস ২২ গজে নামছে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।