আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহকে নিয়োগ করা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি (Mohsin Naqvi)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এবং অনেকে এটিকে পাকিস্তানের জন্য একটি ধাক্কা হিসাবে দেখলেও, নকভি স্পষ্ট করে দিয়েছেন যে শাহ আইসিসির দায়িত্ব নেওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন। নকভি জিও নিউজকে বলেন, 'আমরা জয় শাহের সঙ্গে যোগাযোগ রাখছি। তার আইসিসি চেয়ারম্যান হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর এসিসির বৈঠক অনুষ্ঠিত হবে।' নকভি আরও জানান, আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন সভাপতি নিয়ে আলোচনা করা হবে। জয় শাহ বর্তমানে এসিসির সভাপতিও থাকলেও শিগগিরই তাকে পদ ছাড়তে হবে। Babar to Lose Captaincy: সাদা বলের অধিনায়কের পদ থেকে বরখাস্ত হতে পারেন বাবর আজম, পরিবর্তে আসবেন কে?
তিনি বলেন, 'আমি বৈঠকে উপস্থিত থাকতে পারব না, সালমান নাসির উপস্থিত থাকবেন।' এই বৈঠকেই নতুন সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বর্তমানে ব্যস্ত পাকিস্তান। ভারতের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে এবং মেন ইন ব্লু যদি পাকিস্তান সফর না করে তবে আয়োজকরা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে বাধ্য হতে পারে। যদিও নকভি সম্প্রতি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং তিনি এই বিষয়ে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর কথায়, 'চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। আমরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি।'