রবিবার ( ৬ এপ্রিল) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে। এই নিয়ে আই পি এলে তৃতীয় জয় পেল গুজরাট। যেখানে হায়দরাবাদ টানা চতুর্থ হারের মুখ দেখেছে। গুজরাটের এই জয়ের নায়ক ছিলেন মহম্মদ সিরাজ। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে পাওয়ারপ্লে ও ডেথ দুই সময়েই দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ।পাওয়ারপ্লেতে হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে আউট করার পাশপাশি ডেথ ওভারে অনিকেত শর্মা ও সিমারজিৎ সিংয়ের উইকেট নিয়ে হায়দরাবাদের বড় স্কোরের আশাকে বড় ধাক্কা দেন তিনি।
আই পি এলে ১০০ উইকেটঃ-
গতকাল অভিষেক শর্মার উইকেট নিয়ে আইপিএলে নিজের ১০০ উইকেট পূর্ণ করেন সিরাজ। তিনি এই কীর্তি অর্জনকারী দ্বাদশ ভারতীয় ফাস্ট বোলার। গুজরাট টাইটানসের হয়ে ১৭ রানে ৪ উইকেট আইপিএল ইতিহাসে তার সেরা পারফরম্যান্স।পাশাপাশি নরেন্দ্র মোদি স্টেডিয়াম ছাড়া অন্য কোনো মাঠে গুজরাট টাইটান্স বোলার হিসাবে সেরা পারফরমার হয়েও কৃতিত্ব অর্জন করেন মহম্মদ সিরাজ।যদিও মোহিত শর্মার ১অ রানে ৫উইকেট আইপিএলে গুজরাট টাইটান্সের যেকোনো বোলারের সেরা পারফরম্যান্স। সিরাজ বাড়ির বাইরে তার সেরা পারফরম্যান্স তৈরি করেছিল এবং 2022 সালে পুনেতে রশিদ খানের 4/24 পারফরম্যান্সকে ছাড়িয়ে যায়।
আইপিএলে গুজরাট টাইটানসের বোলারদের সেরা পরিসংখ্যানঃ
৫/১০ - মোহিত শর্মা বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI), আহমেদাবাদ ২০২৩
৪/১১ - মহম্মদ শামি বনাম দিল্লি ক্যাপিটালস (DC), আহমেদাবাদ ২০২৩
৪/১৭ - মহম্মদ সিরাজ বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH), হায়দরাবাদ ২০২৫
৪/২১ - মহম্মদ শামি বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH), আহমেদাবাদ ২০২৩
৪/২৪ - রশিদ খান বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG), পুনে ২০২২
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুজরাট টাইটান্স বোলারের সেরা পরিসংখ্যান
৭ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গুজরাটের সেরা বোলার হন সিরাজ। মহম্মদ শামির ২১ রানে ৪ উইকেটকে পিছনে ফেলেছেন তিনি।
১৭/৪ - মহম্মদ সিরাজ, হায়দরাবাদে ২০২৫
২১/৪ - মহম্মদ শামি, আহমেদাবাদ ২০২৩
২৮/৪ - মোহিত শর্মা, আহমেদাবাদ ২০২৩
গতকাল আইপিএলে প্রথমে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে। জবাবে গুজরাট টাইটান্স ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য অর্জন করে। গুজরাটের হয়ে অধিনায়ক শুভমান গিল ৪৩ বলে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন।এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গুজরাট।