Mohammed Shami. (Photo Credits: BCCI)

দীর্ঘ ১৪ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)-র। ইংল্য়ান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে আসন্ন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের ভারতীয় দল ঘোষিত হল। দীর্ঘদিন পর চোট সারিয়ে দেশের জার্সিতে নামতে চলেছেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি । আগামী ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে খেলতে চলেছেন সামি। ২০২৩ সালের নভেম্বর বিশ্বকাপের ফাইনালে শেষবার দেশের হয়ে খেলেছিলেন তিনি। আর ২০২২ সালের নভেম্বর শেষবার জাতীয় দলের হয়ে টি-২০ আন্তর্জাতিক ম্য়াচ খেলেন সামি। জুনে গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সফরের আগে সামিকে দেখে নিতেই তাঁকে টি-২০ দলে রাখা হল বলে খবর।

ফিরছেন সামি ফিরছেন

সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলার জার্সিতে সামির ফিটনেস থেকে সন্তুষ্ট হন নির্বাচকরা। বর্ডার-গাভাসকর ট্রফিতে সামির অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু তখনও নির্বাচকরা সামির ফিটনেস নিয়ে পুরোপুরি নিশ্চিত ছিলেন না।

সামির প্রত্য়াবর্তনের পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল নিয়ে বড় খবর হল অক্ষর প্যাটেলকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা। হার্দিক পান্ডিয়া স্কোয়াডে থাকলেও সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে অক্ষরের নাম ঘোষিত হল। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে দারুণ খেলা নীতীশ রেড্ডি-কে পেসার-অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে। সঞ্জু স্যামসনের সঙ্গে উইকেটকিপার ব্যাটার হিসেবে রাখা হয়েছে ধ্রুব জুরেল-কে। বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। দলে রাখা হয়নি কেএল রাহুল-কে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াড

চার স্পিনার হিসেবে স্কোয়াডে আছেন ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল-কে। তিলক ভর্মা, রিঙ্কু সিংও স্কোয়াডে আছেন। সামির সঙ্গে স্পেশালিস্ট পেসার হিসেবে থাকছেন আর্শদীপ সিং, হর্ষিত রানা। স্পেলাস্টি ওপেনার হিসেবে অভিষেক শর্মা-র প্রতিভার ওপর আস্থা রাখা হয়েছে।

ঘোষিত ভারতীয় টি-২০ স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

সিরিজের ক্রীড়াসূচি

প্রথম টি-২০: ২২ জানুয়ারি, কলকাতা।

দ্বিতীয় টি-২০: ২৫ জানুয়ারি, চেন্নাই।

তৃতীয় টি-২০: ২৮ জানুয়ারি,রাজকোট।

চতুর্থ টি-২০: ৩১ জানুয়ারি, পুণে।

পঞ্চম টি-২০: ২ ফেব্রুয়ারি, মুম্বই।