নতুন দিল্লি, ১৮ সেপ্টেম্বর: কোভিড (Covid-19) আক্রান্ত হলেন ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট-বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। যার কারণে তিনি আসন্ন ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন। ২০ সেপ্টেম্বর মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। ভারতীয় দল মোহালিতে পৌঁছনোর পরই শামির কোভিড সংক্রমণের বিষয়ে জানতে পারে বিসিসিআই এবং টিম ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, শামির বদলি হিসেবে উমেশ যাদবকে পাঠানো হতে পারে। তবে, উমেশকে পাওয়া নিয়েও আশঙ্কা রয়েছে। কারণ, সম্প্রতি পেশীর চোটের কারণে কাউন্টি ক্রিকেট থেকে ফিরে এসেছেন তিনি।
প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন শামি। আর সেই সুয়োগ কাজে লাগাতে পারবেন না তিনি। যেটা তাঁর কাছে বড় ধাক্কা। ২০২১ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন শামি। আরও পড়ুন: Impact Player Rule: ক্রিকেটেও চালু হতে চলেছে ফুটবলের নিয়ম, ম্যাচ চলাকালীন পরিবর্তন করা যাবে খেলোয়াড়
ভারতের বিশ্বকাপ দলে চার পেসার জসপ্রিত বুমরা, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং হর্ষাল প্যাটেল রয়েছেন। তাঁদের মধ্যে কেউ চোট পেলে শামির ডাক পাওয়ার সম্ভাবনা ছিল। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে ভাল পারফরম্যান্স করলে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল শামির কাছে।