Mohammed Shami: আসন্ন অস্ট্রেলিয়া সফরে মহম্মদ শামির অংশগ্রহণ এখনও ঝুলে রয়েছে। তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) কাছ থেকে ফিটনেস ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন। বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে থাকা বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স বিভাগ এখনও শামির ফিটনেস নিয়ে সম্পূর্ণ রিপোর্ট দেয়নি। সম্প্রতি জাতীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বাংলার হয়ে সাফল্য পেলে তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার আশা বাড়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) শামির পারফরম্যান্সে নজর রাখতে জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) একটি দল রাজকোটে গিয়েছিল। সেই দলে ছিলেন একজন জাতীয় নির্বাচক, বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স উইংয়ের প্রধান এবং একজন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং ট্রেনার। এক বছরের দীর্ঘ চোটের কারণে বিরতির পর ফিরে আসা শামি এই টুর্নামেন্টে তার বোলিং দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। Highest T20 Total in History: টি২০ ক্রিকেটে ৩৪৯ রান! সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রেকর্ড হার্দিকের বরোদার
🚨Mohammed Shami is unlikely to fly to Australia anytime soon. Indications are that he has not yet received fitness clearance from the BCCI @vijaymirror with the latest: https://t.co/fRj05taQ10 pic.twitter.com/cPnfBwYZ7L
— Cricbuzz (@cricbuzz) December 7, 2024
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও, শামির অস্ট্রেলিয়ায় ফিরে আসা নিয়ে সংশয় রয়েছে। টেস্ট ম্যাচের কঠোর পরিশ্রমের চাপ তিনি সামলাতে পারবেন কিনা সেটাই এখনও চিন্তার বিষয়। প্রথমদিকে বিভিন্ন রিপোর্টে বলা হয় সিডনিতে শেষ টেস্টে তিনি যোগ দিতে পারেন অথবা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টের জন্য তাকে পাওয়া যেতে পারে। এখন ক্রিকবাজের রিপোর্টে নিশ্চিত করা হয়েছে তিনি এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না। তবে ফিটনেস নিয়ে শঙ্কায় থাকলেও বেঙ্গলের দলে রয়েছেন শামি। বেঙ্গলের সৈয়দ মুস্তাক নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলের সঙ্গেই রয়েছেন তিনি। সেখানে শামির খেলার সম্ভাবনা রয়েছে। টুর্নামেন্টের টানা সপ্তম ম্যাচে শামি ২৬ রানে ৩ উইকেট নেন। যার ফলে বেঙ্গল রাজস্থানকে ১৫৩/৯ এ আটকে দেয় এবং সাত উইকেটে ম্যাচ জিতে নেয়। এবার সোমবার চণ্ডীগড়ের মুখোমুখি হবে। এই মরসুমে ৭টি ম্যাচে শামি ৮ উইকেট নিয়েছেন।