Mohammad Rizwan. (Photo Credits:X)

পাকিস্তানে ফিরল উইকেটকিপার-অধিনায়ক। সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই পাকিস্তানের নতুন অধিনায়ক নির্বাচিত হলেন তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। অস্ট্রেলিয়া ও জিম্বাবোয়ের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে ও টি-২০ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন রিজওয়ান। আগামী ৪ নভেম্বর মেলবোর্ন ওয়ানডে-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দেখা যাবে ৩২ বছরের পেশোয়ারের উইকেটকিপার-ব্যাটারকে। এতদিন এই দায়িত্বে ছিলেন বাবর আজম। কিন্তু টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবর। পেশোয়ারের ৩২ বছরের তারকা উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান দেশের হয়ে ৭৪টি টি টোয়েন্টি, ১০২টি ওয়ানডে ও ৭৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। অতীতে মঈন খান, রশিদ লতিফের মত উইকেটকিপাররা পাকিস্তানের অধিনায়ক হয়েছিলেন।

টেস্ট দলে বাবরের পরিবর্তে এখন দলকে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সিরিজ জিতলেন শান মাসুদ। ফর্মে না থাকায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছিলেন বাবর আজম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজে বাবরকে দলে রাখা হল। তবে জিম্বাবোয়ে সফরে তাঁকে বিশ্রাম দিলেন নির্বাচকরা।

অধিনায়ক মহম্মদ রিজওয়ান

অজিদের বিরুদ্ধে সিরিজে পাকিস্তানের সহ অধিনায়ক নির্বাচিত হলেন সলমন আলি আঘা। পাকিস্তানের ওয়ানডে দলে বেশ কয়েকজন নতুন মুখ। আমির জামাল, আরাফাত মিনহাস, ফইসাল আক্রম, হেসবুল্লা, মহম্মদ ইরফান খান-রা প্রথমবার দেশের জার্সিতে ওয়ানডে স্কোয়াডে থাকলেন। বাবর আজমের পরিবর্তে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা কামরন গুলাম-কে ওয়ানডে দলে রাখা হল। এর আগে মাত্র একটা ওয়ানডে খেলেছিলেন গুলাম।অজি সফরে সাদা বলের দুটো ফরম্যাটেই শাহিন শাহ আফ্রিদি-কে দলে রাখা হয়েছে।

৪ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর মহম্মদ রিজওয়ানরা ২৪ নভেম্বর থেকে বুলাওয়েতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও টি-২০ খেলবেন।