Mashrafe Bin Mortaza on Shakib-Tamim Controversy (Photo Credit: Mashrafe Bin Mortaza/ Facebook)

আসন্ন ২০২৩ বিশ্বকাপের আগে তামিম ইকবালের মামলা সামলাতে না পারার জন্য বিসিবির সমালোচনা করেছেন প্রাক্তন অধিনায়ক মাশরাফে বিন মোর্তজা। এর আগে বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে বাদ পড়েন তামিম। বিসিবির এক শীর্ষ কর্মকর্তা তাকে এই অনুরোধ করেছেন বলে জানিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ২০১৯ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া মাশরাফে বলেন, 'অধিনায়ক সাকিব আল হাসান ও বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের উচিত ছিল তামিমের সঙ্গে যোগাযোগ করে তার ব্যাটিং পজিশন নিয়ে কথা বলা, বিসিবির কোনো কর্মকর্তার সঙ্গে নয়।' নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরাফে বলেন "অধিনায়ক হিসেবে সাকিব তামিমকে মেসেজ করতে পারতেন বা এক মিনিট কথা বলতে পারতেন, [সাকিব তামিমকে বলতেন] আমার এই পরিকল্পনা আছে, পরে আপনার সঙ্গে আলোচনা করব। আমি মনে করি, এতেই পুরো বিষয়টির সমাধান হয়ে যেত।' Shakib Al Hasan on Tamim Iqbal: জারি বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক, তামিমের 'নোংরা রাজনীতি' কটাক্ষকে 'ছেলেমানুষি' মনে করেন সাকিব

তাঁর কথায়, 'আমার ক্রিকেট জ্ঞান অনুযায়ী, মিডল অর্ডারে ব্যাটিং করা বা প্রথম ম্যাচ বাদ দেওয়ার এই নির্দেশ কোচ, অধিনায়ক বা কোনও নির্বাচকের কাছ থেকে আসা উচিত ছিল, যিনি দলের সঙ্গে যাবেন। বিসিবির কোনো কর্মকর্তার কাছ থেকে নয়। প্রথম ম্যাচের দু'দিন আগে বা দল ঘোষণার পর ওরা বলতে পারত। দল ঘোষণার আগে তামিমের কাছে এ কথা বলার কারণ আমি বুঝতে পারছি না।' তিনি বলেছেন,'তামিমের অবসরের ঘোষণার পর বিষয়টি প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছিল। তামিমকে বিশ্বকাপ খেলতে হবে। আর এ কারণেই তামিম তাতে রাজি হয়েছেন। বিশেষ করে বিসিবির কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে আর কোনো আলোচনার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না।'

এর আগে টি-স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম তার ব্যাটিং নিয়ে নমনীয় হতে চান না বলে সাকিব সমালোচনা করেন। এরই মধ্যে গুয়াহাটিতে পৌঁছে গিয়েছে বাংলাদেশ, যেখানে তারা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আগামী ৬ অক্টোবর হাসমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচ।