Malaysia Cricket (Photo Credit: Malaysia Cricket/ X)

Malaysia National Cricket Team vs Hong Kong National Cricket Team: মালেয়শিয়া জাতীয় ক্রিকেট দল বনাম হংকং জাতীয় ক্রিকেট দল আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫-এর ৬ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, ১৫ মার্চ কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য থাকবে হংকংয়ের। বল হাতে দুর্দান্ত প্রচেষ্টা দেখিয়ে সুপার ওভারে বাহরাইনের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে ইয়াসিম মুর্তজার নেতৃত্বাধীন দলটি। তাদের ২০ ওভারে ১২৯ রান করার পরে, হংকং অসাধারণ বোলিং করে বাহরাইনকে স্কোর- ১২৯/৮ রানে টাই করতে বাধ্য করে। এরপর সুপার ওভারে এহসান খান দুই উইকেট তুলে নিলে বাহরাইন কোনো রান না করেই গুটিয়ে যায়। জয় নিশ্চিত করতে মাত্র একটি রানের প্রয়োজন ছিল, বাবর হায়াত শান্তভাবে হংকংয়ের পক্ষে একটি আরামদায়ক জয় নিশ্চিত করেন। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে মালয়েশিয়া। ISL 2024-25 Playoff Schedule and Live Streaming: কবে, কোথায় দেখবেন আইএসএল ২০২৪-২৫ প্লে-অফ, জানুন সম্পূর্ণ সূচি

মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫

মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ?

১৫ মার্চ কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে (Bayuemas Oval, Kuala Lumpur) আয়োজিত হবে মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ?

মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ৮ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ

সরাসরি টিভিতে মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ ভারতে টিভিতে দেখানো হবেনা।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ ম্যাচ

মালয়েশিয়া বনাম হংকং, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে