Lux Shyam Kolkata Tigers vs Adamas Howrah Warriors, Bengal Pro T20 League 2025 Semi Final: লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ (Bengal Pro T20 League 2025)-এর প্রথম সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ২৭ জুন, কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুরের ম্যাচ হিসেবে এই ম্যাচ আয়োজিত হবে। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স শেষ ম্যাচে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের (Servotech Siliguri Strikers) মুখোমুখি হয়, কিন্তু সেই ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। ৭ ম্যাচে ৪টি জয় এবং ২টি হার নিয়ে কলকাতা সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে, অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স শেষ ম্যাচে মুর্শিদাবাদ কিংসের (Murshidabad Kings) কাছে ৫ রানে হেরে যায়। তবুও ৭ ম্যাচে ৪টি জয় এবং ৩টি হার নিয়ে হাওড়া আজ সেমিফাইনালে। SL vs BAN 2nd Test Day 3 Live Streaming: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, তৃতীয় দিনের ম্যাচ; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫
Semi Final 1 comes to life at Eden Gardens as @Kolkata_Tigers lock horns
with @AdamasHowrah .
One match. One ticket to the Final.
LIVE on Star Sports 3 & FanCode#BengalProT20 #RoadToFinals pic.twitter.com/ClvM5GzkuD
— Bengal Pro T20 League (@bengalprot20) June 27, 2025
বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
২৭ জুন কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ শুরু হবে দুপুর ১ঃ০০টায়।
ভারতে টিভিতে কোথায় দেখবেন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ?
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস ৩ (Star Sports 3) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ
লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স, বেঙ্গল প্রো টি২০ লিগ ২০২৫ সেমিফাইনাল ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে FanCode অ্যাপে।