LSG Meme Post (Photo Credit: X@LucknowIPL)

ভারতীয় অধিনায়ক শুভমান গিলের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি হাতে থাকা একটি পোস্ট শেয়ার করে আই পি এল ফ্র্যাঞ্চাইসি লখনউ সুপার জায়ান্টস। এল এস জি-র অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে ওই পোস্ট সামনে আসতেই অনলাইনে তা ভাইরাল হয়ে যায় এবং ক্রিকেট প্রেমীদের কটাক্ষের শিকার হতে হয়। পোস্টটিতে কি ছিল। গতকাল ওভালে ভারতের বীরত্বপূর্ণ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় ফেরে ভারতীয় ক্রিকেট দল। এরপর এলএসজি ট্রফির সঙ্গে গিলের একটি ছবি পোস্ট করে যার সঙ্গে ক্যাপশনে লেখা ছিল: "ট্রফি পে টেন্ডুলকার কা নাম থা। অ্যাইসে কৈসে জানে দে , সঙ্গে ছিল নীল রঙের  একটি হার্ট ইমোজি।

যদিও পোস্টটি ঐতিহাসিক জয় এবং শচীন টেন্ডুলকারের উত্তরাধিকার উদযাপনের লক্ষ্যে তৈরি হয়েছিল, তবুও পোস্টটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, অনেক ভক্ত এল এস জি-র ওই বার্তার সমালোচনা করেছেন।

দেখুন সেই সব ভক্তদের পোস্ট-