অ্যাডিলেড টেস্টে (India vs Australia 1st Test 2020) দ্বিতীয় ইনিংস শেষ মাত্র ৩৬ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোর ভারতের (India)। ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান অলআউট হওয়া ছিল ভারতের সর্বনিম্ন স্কোর। মহম্মদ শামি আঘাত পেয়ে মাঠ ছাড়তেই ইতি পড়ে যায় ভারতের লড়াই। অজিদের প্রথম টেস্ট জিততে প্রয়োজন মাত্র ৯০ রান।
প্রথম ইনিংসে ২৪৪ রানে অল-আউট হওয়ার পর বুমরাহ-অশ্বিনের বোলিং দাপটে অজিদের ১৯১ রানে অলআউট করে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পৃথ্বী শ ৪ রান করে আউট হন। তৃতীয় দিনের খেলা শুরু। দিনের শুরুতেই নাইট ওয়াচম্যান জসপ্রীত বুমরাকে (২) ফেরান প্যাট কামিন্স। তার কিছুক্ষণের মধ্যে চেতেশ্বর পূজারাকেও (০) ফেরান তিনি। তারপর তাঁর প্রথম ওভারে এসেই মায়াঙ্ক আগারওয়াল (৯) ও অজিঙ্কে রাহানেকে (০) ফিরিয়ে জোড়া ধাক্কা দেন জস হ্যাজেলউড। এরপর ঋদ্ধিমান সাহা (৪) ও রবিচন্দ্রন অশ্বিন (০) ও হনুমা বিহারিকেও (৮) আউট করেন। ৪ রানে মাঠ ছাড়েন বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট দলের আজকের রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে কম রানের তালিকায় ৭ নম্বরে রয়েছে। টেস্ট ক্রিকেটে সবনিম্ন রানের রেকর্ড রয়েছে নিউজিল্যান্ডের দখলে। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে তারা মাত্র ২৬ রানে অলআউট হয়ে যায়। উল্লেখযোগ্যভাবে প্রথম ৫টি সর্বনিম্ন রানের তালিকায় ৪টি রয়েছে সাউথ আফ্রিকার দখলে। তারা ৩০ রানে ২ বার, ৩৫ রানে একবার ও ৩৬ রানে একবার অলআউট হয়ে যায়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন ১০টি রানের তালিকা:
Team | Score | Overs | RR | Inns | Opposition | Ground | Match Date | Scorecard | |
---|---|---|---|---|---|---|---|---|---|
New Zealand | 26 | 27.0 | 0.96 | 3 | v England | Auckland | 25 Mar 1955 | Test # 402 | |
South Africa | 30 | 18.4x5 | 1.91 | 4 | v England | Port Elizabeth | 13 Feb 1896 | Test # 47 | |
South Africa | 30 | 12.3 | 2.4 | 2 | v England | Birmingham | 14 Jun 1924 | Test # 153 | |
South Africa | 35 | 22.4x5 | 1.84 | 4 | v England | Cape Town | 1 Apr 1899 | Test # 59 | |
South Africa | 36 | 23.2 | 1.54 | 1 | v Australia | Melbourne | 12 Feb 1932 | Test # 216 | |
Australia | 36 | 23.0 | 1.56 | 2 | v England | Birmingham | 29 May 1902 | Test # 70 | |
India | 36 | 21.2 | 1.68 | 3 | v Australia | Adelaide | 17 Dec 2020 | Test # 2396 | |
Ireland | 38 | 15.4 | 2.42 | 4 | v England | Lord's | 24 Jul 2019 | Test # 2352 | |
New Zealand | 42 | 39.0 | 1.07 | 1 | v Australia | Wellington | 29 Mar 1946 | Test # 275 | |
Australia | 42 | 37.3x4 | 1.66 | 2 | v England | Sydney | 10 Feb 1888 | Test # 27 |