Krunal Pandya

ওয়ান ডে ক্রিকেটে (IND vs ENG 1st ODI) অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি, তাও আবার মাত্র ২৬ বলে। যা বিশ্ব রেকর্ড। শেষ পর্যন্ত ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত। সদ্য পিতৃবিয়োগের পর ভারতের জার্সি পরে ওয়ান ডে-তে প্রথম বার খেলতে নেমেছিলেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। কেএল রাহুলকে সঙ্গে নিয়ে ভারতকে পৌঁছে দেন বড় রানে। তাঁর সাফল্য মন ছুঁয়ে গেল সমর্থকদের। তবে তিনি যেন খুঁজলেন বাবাকেই। ভারতের ইনিংস শেষে তাঁকে ক্যামেরায় ধরা হলে কথাই বলতে পারলেন না। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন পরে কথা বলবেন। তবুও চোখের জল আটকে রাখতে পারলেন না।

আজই ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করেন ক্রুনাল পান্ডিয়া। অন্যদিকে আজই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল প্রসিধ কৃষ্ণর। ক্রুনাল জাতীয় দলের ক্যাপ নিলেন ভাই হার্দিক পান্ডিয়ার কাছ থেকে। দুই ভাই একে অন্যকে জড়িয়ে ধরেন। এরপরে সেই ক্যাপ সরাসরি আকাশের দিকে তুলে ধরে প্রয়াত বাবাকে স্মরণ করলেন। চোখে তখনও জল দেখা যায় ক্রুনালের। আরও পড়ুন: Covid-19 Vaccination: ৪৫ বছরের বেশি হলেই করোনা ভ্যাকসিন, শুরু ১ এপ্রিল থেকে

ক্রুনাল এবং হার্ডিক পান্ডিয়ার বাবা এই বছর জানুয়ারিতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে প্রয়াত হন। বাবার মৃত্যুর সময় সৈয়দ মুস্তাক ট্রফিতে খেলছিলেন ক্রুনাল। সেই সময় বাড়ি ফিরতে মাঝপথে টুর্নামেন্ট ছেড়েছিলেন তিনি।