Covid-19 Vaccination: ৪৫ বছরের বেশি হলেই করোনা ভ্যাকসিন, শুরু ১ এপ্রিল থেকে
করোনা ভ্যাকসিন/ প্রতীকী ছবি (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২৩ মার্চ: করোনার সংক্রমণ বাড়তেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি প্রত্যেকেই করোনা ভ্যাকসিন (Covid-19 vaccine) পাবেন। আজ এই সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্রীয় সরকার। কোমর্বিডিটি না থাকলেও ভ্যাকসিন নেওয়া যাবে।

আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Union Minister Prakash Javadekar) বলেন, আমরা অনুরোধ করছি যে সমস্ত ব্যক্তিরা ভ্যাকসিন পাওয়া যোগ্য তাঁরা অবিলম্বে রেজিস্ট্রেশন করুন ও টিকা নিন। তিনি আরও বলেন, বিজ্ঞানী ও বিশ্বের বিজ্ঞান সংস্থাগুলির পরামর্শ অনুসারে, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চতুর্থ ও অষ্টম সপ্তাহের মধ্যে দেওয়া যেতে পারে, বিশেষত কোভিশিল্ডের জন্য। আমরা আবেদন করছি যে ৪৫ বছরের উপরে সবার যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নেওয়া উচিত যা তাদের করোনার বিরুদ্ধে ঢাল সরবরাহ করবে।

১৬ জানুয়ারি থেকে দেশে করোনা টিকাকরণ শুরু হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ চলছে। ৬০ বছরের বেশি সকলকে এবং কোমর্বিডিটি থাকা ৪৫ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হচ্ছে। এর মাঝেই আজ এই নির্দেশ দিল কেন্দ্র।