Nitish Rana (Photo Credit: Kolkata Knight Riders/ Twitter)

আজ ১৪ এপ্রিল আইপিএলের ষোড়শ আসরের ১৯ নম্বর ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলতি মরসুমে আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের এখনও পর্যন্ত তিন ম্যাচে দু'টি জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান চতুর্থ। কলকাতার সুয়েশ শর্মা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিনের স্পিন ত্রয়ী সাফল্যের চাবিকাঠি। রিংকু সিং এবং শার্দূল ঠাকুরও অনবদ্য। অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে হায়দরাবাদ শেষ পর্যন্ত জয়ের পথে ফিরে এসেছে। এই জয়ের ধারা ধরে রাখতে মরিয়া হবে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে নবম স্থানে রয়েছে হায়দারাবাদ। রাহুল ত্রিপাঠি, এডেন মার্করামের মতো ব্যাটসম্যানরা নিজেদের ফর্ম ধরে রাখতে চাইবে।

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?

১৪ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।