হারা ম্যাচ জিতল কেকেআর (KKR)। শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের (KXIP) বিরুদ্ধে সেই দীনেশ কার্তিক ২৯ বলে করলেন ৫৮ রান। ৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন তিনি। শুবমান গিল ওপেন করতে নেমে করলেন ৪৭ বলে ৫৭ রান। দুজনের লড়াইয়ে পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স তুলল ১৬৪/৬। আগের ম্যাচের নায়ক রাহুল ত্রিপাঠি রান পাননি (১০ বলে ৪)। নীতিশ রানা (২), আন্দ্রে রাসেলরাও (৫) ব্যর্থ। পঞ্জাব বোলারদের মধ্যে সেরা অর্শদীপ সিংহ। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে এক উইকেট পেয়েছেন তিনি। মহম্মদ শামি ৩০ রানে একটি উইকেট পেয়েছেন। রবি বিষ্ণোইয়ের ২৫ রানে এক উইকেট।
শনিবার আবুধাবির মাঠে যেমন ব্যাটিং করলেন মায়াঙ্ক আগরওয়াল (৩৯ বলে ৫৬) ও লোকেশ রাহুল (৫৮ বলে ৭৪)। বিপক্ষ দলের ১৬৪/৬ রান তাড়া করতে গিয়ে পাঞ্জাবের এই ওপেনিং জুটিই তুলে দিয়েছিল ১১৫ রান। পাঞ্জাব শেষপর্যন্ত করতে পেরেছে ১৬২/৫।
আরও পড়ুন, রাজ্যের দুর্গাপুজোর অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
দীনেশ কার্তিকের ইনিংসের দাম থাকল, কেকেআর নেতার ব্যাট থেকে এল ২৯ বলে ৫৮ রান, যাতে রয়েছে ৮টি চার ও দুটি ছক্কা। বরং ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন বিপক্ষ দলের ক্যাপ্টেন লোকেশ রাহুল। তাঁর ইনিংসটিও ছিল দেখার মতো। লোকেশ মেরেছে ছয়টি চার। কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৬৪/৬। দীনেশ কার্তিক ৫৮ , শুভমান গিল ৫৭, মরগ্যান ২৪। কিংস ইলেভেন পাঞ্জাব : ২০ ওভারে ১৬২/৫। লোকেশ ৭৪, মায়াঙ্ক ৫৬, প্রসিদ্ধ ৩/২৯, নারিন ২/২৮।