KKR (Photo: Twitter)

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হয়ে যাবে বিশ্বের সেরা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL 2021)। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার তাদের অধিনায়ক করেছে ইয়ন মর্গানকে। যদিও গত মরশুমের মাঝপথেই দীনেশ কার্তিকের হাত থেকে অধিনায়কত্ব মর্গানের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও গত মরশুমে আন্দ্রে রাসেল,সুনীল নারাইন, কুলদীপ যাদব, দীনেশ কার্তিকের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ফর্মের বাইরে ছিল বলা যায়। ফলস্বরূপ, কেকেআর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ও লিগ টেবিলে পঞ্চম স্থানে শেষ করেছিল।

২০২১ সালের মরশুমে প্রথম থেকে দলের দায়িত্ব মর্গানের কাঁধে। মর্গান সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়ক। কেকেআর দলে যেন রয়েছে তারুণ্য, তেমনি রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়রাও। রয়েছেন শাকিব ল হাসান, করুণ নায়ার, বেন কাটিং ও হরভজন সিং। কেকেআর-র মূল শক্তি তাদের বিদেশি খেলোয়াড়রা। আরও পড়ুন: IPL 2021: 'বিশেষ কিছু করব', অনুশীলনে নেমেই ভক্তদের ভরসা দিলেন কেকেআরঅলরাউন্ডার আন্দ্রে রাসেল

কেকেআর স্কয়্যাড: ব্যাটসম্যান: দীনেশ কার্তিক (উইকেট কিপার), ইয়ন মরগান (সি), করুণ নায়ার, নীতীশ রানা, রাহুল ত্রিপাঠি, রিঙ্কু সিং, শেল্ডন জ্যাকসন, শুভমন গিল এবং টিম সিফেরেট।

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, বেন কাটিং, পবন নেগি, শাকিব অল হাসান, সুনীল নারাইন ও ভেঙ্কটেশ আয়ার।

বোলার: হরভজন সিং, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কমিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়ার, শিবম মাভি, বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী।

এবার দেখুন কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশ:

সুনীল নারাইন, শুভমন গিল, নিতিশ রানা, ইয়ন মর্গান (সি), দীনেশ কার্তিক (উইকেট কিপার), আন্দ্রে রাসেল, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।