Sunil Narine Out. (Photo Credits: X)

IPL 2025 Live Scoreboard of KKR vs RCB: ইডেনে অধিনায়কোচিত ইনিংস খেলছেন কেকেআর-এর আজিঙ্কা রাহানে। ওপেনার হিসেবে নামা কুইন্টন ডি কক (৪) দ্রুত আউট হওয়ার পর তৃতীয় উইকেটে খেলা জমিয়ে দেন রাহানে-নারিন। তবে দ্বিতীয় উইকেটে নারিন-রাহানের ১০০ রানের পার্টনারশিপের পর, জোড়া ধাক্কায় চাপে পড়ে যায় কলকাতা। প্রথমে রাশিখ সালামের বলে আউট হয়ে যান নারিন (২৬ বলে ৪৪)। নারিনের আউটের তিন বল পরেই ক্রুনাল পান্ডিয়ার বলে ফিরে যান রাহানে (৩১ বলে ৫৬)। ২৫ বলে হাফ সেঞ্চুরি করেন কেকেআর-এর নতুন অধিনায়ক। ১ উইকেটে ১০৭ থেকে কেকেআর-৩ উইকেটে ১০৯ হয়ে যায়।

ইডেনে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয়ে গেল উদ্বোধনী ম্যাচ। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামল গতবারের চ্যাম্পিয়ন কেকেআর। প্রথমবার অধিনায়কত্ব করতে নেমে টসে জিতে আজিঙ্কা রাহানের দলকে শুরুতে ব্যাট করতে পাঠালেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার। পেস, ও স্পিন দুই ধরনের বোলারদের পক্ষেই ইডেনের পিচ সহায়ক হলেও ব্যাটারদের পছন্দের উইকেটে ইনিংস ২০০ রান হতে পারে বলে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর।

কেকেআর তাদের প্রথম ম্যাচে চার বিদেশী হলেন- সুনীল নারিন (ক্যারিবিয়ান স্পিনার অলরাউন্ডার), আন্দ্রে রাসেল (ক্যারিবিয়ান পেসার অলরাউন্ডার), কুইন্টন ডি'কক (দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ওপেনার) ও স্পেন্সার জনসন (অস্ট্রেলিয়ান পেসার)। মিডল অর্ডারে অঙ্গকৃশ রঘুবংশী,রিঙ্কু সিং ও রমনদীপ সিংয়ের ওপর আস্থা রাখা হয়েছে। পেসার হিসেবে জনসনের সঙ্গে আছেন হর্ষিত রান। দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। আরসিবি তাদের প্রথম একাদশে রাখেনি তারকা পেসার ভূবনেশ্বর কুমারকে। আরসিবি-র তুরুপের তাস হতে পারেন টিম ডেভিড।