Khulna Tigers vs Chittagong Kings, BPL 2025: বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের ২২ নম্বর ম্যাচে চট্টগ্রাম কিংস ও খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। এখনও পর্যন্ত খেলা চার ম্যাচের তিনটিতে জিতে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কিংস। চট্টগ্রাম কিংসের টপ অর্ডার ব্যাটার উসমান খান গত কয়েক ম্যাচে দুরন্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে খুলনাভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি এখন পর্যন্ত ভালোই অভিযান চালিয়েছে। পাঁচ ম্যাচ খেলে দুটিতে জয় ও তিন ম্যাচ হেরে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। পাঁচ ম্যাচে ১১ উইকেট নিয়ে তানজিম হাসান সাকিব বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচ নতুন বলে ফাস্ট বোলারদের সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্সের আভাস দিতে পারে। তবে, খেলা যত এগোবে, স্পিনাররা মাঠের বাইরে উল্লেখযোগ্য টার্ন পেয়ে ভেন্যুতে সবচেয়ে মূল্যবান সম্পদ হবে। Khulna Tigers vs Chittagong Kings, BPL Dream XI Prediction: খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংসের লড়াইয়ে কে এগিয়ে, দেখে নিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের Dream 11
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস
Fortune Barishal takes on Dhaka Capitals in an intense showdown, followed by a gripping clash between Khulna Tigers and Chittagong Kings.
Watch LIVE on ThePapare TV HD, available on Dialog Tv Ch.126, Dialog ViU app, and https://t.co/NBEeqDlW8g website from 1.00 PM onwards. pic.twitter.com/VIlApO5qxe
— ThePapare (@ThePapareSports) January 16, 2025
খুলনা টাইগার্স স্কোয়াডঃ দারউইশ রসুল, মোহাম্মদ নাইম, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, সালমান ইরশাদ, মোহাম্মদ হাসনাইন, মাহমুদুল হাসান জয়, ইব্রাহিম জাদরান, ওশেন থমাস, উইলিয়াম বসিস্তো, জিয়াউর রহমান, লুইস গ্রেগরি, রুবেল হোসেন।
চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ উসমান খান, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলী, শামিম হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাবিল সামাদ, আলিস আল ইসলাম, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, অ্যাঞ্জেলো ম্যাথুজ, মঈন আলী, আরাফাত সানি, মার্শাল আইয়ুব, রাহাতুল ফেরদৌস, টম ও কনেল, পারভেজ রহমান জীবন, মারুফ মৃধা।
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংসের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
১৬ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) আয়োজিত হবে খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ?
খুলনা টাইগার্স বনাম চট্টগ্রাম কিংস, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।