উইলিংটন, ৩১ জানুয়ারি: চতুর্থ টি-২০ ম্যাচ শুরুর আগেই জোর ধাক্কা। চোটের কারণে ম্যাচ থেকে বাদ চলে গেলেন খোদ অধিনায়ক (Captain)। ম্যাচ শুরুর আগেই জানা গেল, চোটের কারণে শুক্রবার ওয়েলিংটন (Willington) টি-২০ থেকে কেন উইলিয়ামসন ছিটকে (Kane Williamson) গিয়েছেন। তাঁর পরিবর্তে এদিন নিউজিল্যান্ড (New Zealand) দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি।
কেন উইলিয়ামসন বাঁ-কাঁধে চোট পেয়েছেন। সে কারণে আজকের ম্যাচে নেই ক্যাপ্টেন কেন। চোটের পরীক্ষার পর অবশ্য বিস্তারিত জানা যাবে। সেক্ষেত্রে আগামী রবিবার সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে কেন খেলবেন কিনা, সেই নিয়ে আশঙ্কা রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময়ই উইলিয়ামসন চোট পেয়েছিলেন বলে, দলের সূত্রে জানানো হয়েছে। দলের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, পঞ্চম ম্যাচে দলে ফিরতে পারেন কিউয়ি অধিনায়ক। ওদিকে, হ্যামিল্টনে তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সুপার ওভারে যাওয়ার জন্য পুরো কৃতিত্ব পাচ্ছেন বাংলার মহম্মদ সামি (Mohammad Sami)। নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ম্যাচের শেষ বলে রস টেলরকে ফিরিয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান সামি। শেষ পাঁচ বলে দেন মাত্র দুই রান। ফলে ম্যাচ যায় সুপার ওভারে (Super Over)। সুপার ওভারে আগে ব্যাট করে নিউ জিল্যান্ড তোলে ১৭-০। ভারতের হয়ে বোলার ছিলেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। জবাবে প্রথম চার বলে ভারত তুলেছিল ১০ রান। শেষ দুটি বলে দুটি ছক্কা মেরে ভারতকে ২২-০ স্কোরে পৌঁছে দিয়ে ম্যাচ জিতে নেন রোহিত শর্মা (Rohit Sharma)। হতভাগ্য বোলারের নাম টিম সাউদি। এর আগে ৪০ বলে ৬৫ রানের ইনিংসও খেলেছিলেন রোহিত। স্বাভাবিক ভাবেই তাঁকে ম্যাচের সেরা বেছে নেওয়া হয়েছে। আরও পড়ুন: India U19 vs Australia U19 Live Streaming: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, কোথায় দেখবেন লাইভ ম্যাচ? কোথায় মিলবে বিনামূল্যে অনলাইনে ম্যাচ দেখার সুযোগ
চতুর্থ ম্যাচ আজ শুক্রবার এবং শেষ ম্যাচ রবিবার। সিরিজ জিতে যাওয়ায় শেষ দুটি ম্যাচ পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় যেতে পারে ভারত। আজ ওয়েলিংটনে চতুর্থ ম্যাচে ভারত শার্দূল ঠাকুরের (Shardul Thakur) জায়গায় খেলাতে পারে দিল্লির পেসার নভদীপ সাইনিকে। আর চাহলের জায়গায় খেলতে পারেন ওয়াশিংটন সুন্দর। বাটিং বিভাগে যেমন অপেক্ষায় আছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসন। তবে এঁদের কাউকে খেলতে হলে শ্রেয়স, দুবে বা মণীশের মধ্যে কাউকে বসতে হবে। শ্রেয়সকে বসানোর প্রশ্ন নেই, প্রতি ম্যাচে রান করছেন তিনি। নিজেকে সাদা বলের (White Ball) ক্রিকেটে প্রতিষ্ঠিতও করে ফেলেছেন। সামনের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই হতে যাচ্ছেন ভারতের চার নম্বর ব্যাটসম্যান। আবার লোকেশ রাহুল যেহেতু কিপারের কাজটাও করে দিচ্ছেন, একজন বাড়তি ব্যাটসম্যান খেলাতে পারছে ভারত। নিউ জিল্যান্ড টিমে রদবদল হচ্ছেই।