Kyle Verreynne and Kamran Gulam (Photo Credit: @MarkramBot/ X)

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া বনাম ভারত টেস্টের মতো দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে প্রথম টেস্টে ঘিরেও বাড়ছে হাইপ। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনেও দেখা যায় অনেক নাটকীয়তা। যার কেন্দ্রে ছিলেন কামরান গুলাম এবং কাগিসো রাবাডা। দক্ষিণ আফ্রিকার এই পেসারের মারাত্মক ডেলিভারি থেকে বাঁচতে লড়াই করা সত্ত্বেও নিজের আক্রমণাত্মক আচরণ দেখাতে ছাড়েননি গুলাম। শেষ পর্যন্ত তিনি রাবাডার প্রতি অশালীন ভাষা ব্যবহার করেন। আসলে রাবাডার অবিরাম গতি এবং নিখুঁততা পাকিস্তানি ব্যাটারকে অস্থির করে তুলেছিল, তবে গুলামের প্রতিক্রিয়া কেবল আগুনে ঘি ঢেলেছে। উত্তেজনা এখানেই থামেনি, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কাইল ভেরেইনের সাথেও উত্তপ্ত বাক্য বিনিময় হয় এরপর। এই ঘটনার একটি ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। এরপর কামরান হাফসেঞ্চুরি (৫৪) করলেও তাঁর ক্যাচ শেষ পর্যন্ত আসে কাগিসো রাবাডার হাতেই। Rohit Sharma Yashasvi Jaiswal: 'গালি ক্রিকেট খেলছ নাকি' দেখুন মাঠে যশস্বীর ওপর রেগে গেলেন অধিনায়ক রোহিত

কাগিসো রাবাডাকে গালি দিলেন কামরান গুলাম