আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার কাগিসো রাবাডা (Kagiso Rabada) ভারতের পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-কে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন। রাবাডা চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তার দারুণ ফর্ম দেখিয়েছেন। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক জয়ে নয় উইকেট তুলে তার ৩০০তম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। রাবাডার দুর্দান্ত পারফরম্যান্সের ফলে প্রোটিয়ারা বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটের জয় পেয়েছে। একইসঙ্গে তিনি বুমরাহ, অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড এবং ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পিছনে ফেলে ২০১৯ সালের পর এক নম্বর স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন হ্যাজেলউড, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন যথাক্রমে বুমরাহ ও অশ্বিন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে বুমরাহ এবং অশ্বিন যথাক্রমে মাত্র তিন এবং ছয় উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুর্দান্ত পারফরম্যান্সের পাকিস্তানের নোমান আলী আট ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানি স্পিনার সাজিদ খান ১০ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে রয়েছেন। পুনেতে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্থনার ৩০ ধাপ এগিয়ে ৪৪তম স্থানে উঠে এসেছেন। Jasprit Bumrah: মুম্বই টেস্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া উচিত, মনে করেন দীনেশ কার্তিক
আইসিসি টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে কাগিসো রাবাডা
#KagisoRabada has moved to the top of the ICC Men's Test bowling rankings after his super show in the first Test against Bangladesh 🔥 pic.twitter.com/MHtb8eOWK9
— Circle of Cricket (@circleofcricket) October 30, 2024
ব্যাটারদের মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৭৭ (৬৫) রানের ইনিংস খেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল। পুনেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি এবং ঋষভ পন্থ কিছু করতে না পেরে আইসিসি পুরুষদের টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষ দশ থেকে বাদ পড়েছেন। পাকিস্তানের উঠতি তারকা সৌদ শাকিল ২০ ধাপ উঠে সাত নম্বরে এবং নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রও আট ধাপ উঠে দশ নম্বরে উঠে এসেছেন। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট চ্যালেঞ্জিং হলেও ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট।
আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিং
#ViratKohli and #RishabhPant dropped out from the Top 10 of the ICC Men's Test batting rankings following their meagre returns against New Zealand in Pune. pic.twitter.com/0H8j6hISNB
— Circle of Cricket (@circleofcricket) October 30, 2024
এদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
Miraz at 3 ✅
Shakib at 4 ⬇️
🇧🇩 got a new face in the top 3 of the ICC Men's Test ranking for all-rounders! pic.twitter.com/olm8KI0PHy
— Cricketangon (@cricketangon) October 30, 2024