West Indies National Cricket Team vs Australia National Cricket Team: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। গতকাল ২৭ জুন তৃতীয় দিনে WI বনাম AUS-এর ম্যাচ বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে (Kensington Oval, Bridgetown, Barbados) আয়োজিত হয়। অস্ট্রেলিয়া সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে তাদের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু করেছে। জশ হ্যাজেলউড (Josh Hazlewood) দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট নিয়ে নিজের সেরাটা দিয়েছেন। ফলে উইন্ডিজরা শেষ সেশনে ১০টি উইকেট হারিয়ে ১৫৯ রানে পরাজিত হয়। ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জন ক্যাম্পবেল (John Campbell) এবং কেসি কার্টি (Keacy Carty) ওয়েস্ট ইন্ডিজকে ভালো শুরু দিলেও হ্যাজেলউড দ্রুত তাদের আউট করেন। Jayden Seales, WI vs AUS 1st Test: প্যাট কামিন্সের সঙ্গে অসভ্যতা, জরিমানার মুখে ওয়েস্ট ইন্ডিজের বোলার জেডন সিলস
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট স্কোরকার্ড
Game over! 🇦🇺
That all ended in a rush - West Indies losing all 10 wickets in the final session! #WIvAUS pic.twitter.com/YizQQ1tZ3Y
— cricket.com.au (@cricketcomau) June 27, 2025
প্রথম ইনিংসে বিতর্কিতভাবে আউট হওয়া অধিনায়ক রোস্টন চেস (Roston Chase)-ও হ্যাজলউডের বলেই স্লিপে ক্যাচ দিয়ে যান। এরপর অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) শাই হোপকে (Shai Hope) ক্লিন বোল্ড করেন। এরপর অস্ট্রেলিয়া অতিরিক্ত আধঘণ্টা বেশী খেলার চেয়ে নেয়। তখন হ্যাজলউড ফিরে এসে জোমেল ওয়ারিকানকে (Jomel Warrican) আউট করে তার পাঁচ উইকেট পূর্ণ করেন। ফলে উইন্ডিজের স্কোর তখন হয় ৮৬/৮। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট ও প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর, শামার জোসেফ (Shamar Joseph) ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করেন। জোসেফ ও জাস্টিন গ্রীভস (Justin Greaves) নবম উইকেটে ৫৫ রানের জুটি গঠন করেন, যেখানে জোসেফ ২২ বল থেকে ৪৪ রান করেন, যা ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে বেশি রান। এছাড়া গ্রিভস ৫৩ বলে ৩৮ রান করেন। তাদের নাথান লায়ন (Nathan Lyon) আউট করতেই ওয়েস্ট ইন্ডিজের হার নিশ্চিত হয়।