চোটের কারণে ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন না ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সে তাঁর অভাব স্পষ্ট। কারণ এই মরসুমে দলের সবচেয়ে দুর্বল হল বোলিং। গত কয়েক বছর ধরে বুমরাহ মুম্বইয়ের এক নম্বর বোলার। বুমরাহ তাঁর মারাত্মক বোলিংয়ে দলকে জয় এনে দিয়েছেন। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে তিনি টিম ইন্ডিয়ার শীর্ষস্থানীয় বোলারও। তবে চোটের কারণে গত এক বছরে খুব কমই ক্রিকেট খেলতে পেরেছেন তিনি। তবে এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিবসীয় বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও ক্রমেই ভাইরাল হচ্ছে। যেখানে তিনি বলছেন, কীভাবে তিনি টিম ইন্ডিয়ায় জায়গা পেলেন।
When Jasprit Bumrah openIy denied to credit Ml for his success😮 pic.twitter.com/r7zfy7Qw1t
— Rahul Patil (@RahulPatil7A) May 6, 2023
ভিডিওতে তিনি বলেছেন, 'লোকে মনে করে, অনেকেই আমাকে বলে, আমি আইপিএল থেকে টিম ইন্ডিয়ায় এসেছি, কিন্তু এটা একটা মিথ। ২০১৩ সালে আইপিএলে এসেছিলাম। তার পর তিন বছর আইপিএলে দু'টো, কখনও চারটে, কখনও দশটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলাম। আমি আইপিএলে খেলছিলাম না। বিজয় হাজারেতে পারফর্ম করেছি, রঞ্জি ট্রফিতে উইকেট নিয়েছি। তার পরে টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছি। ২০১৬ সালে টিম ইন্ডিয়ায় আসার পর ধারাবাহিকভাবে আইপিএলে খেলার সুযোগ পেয়েছি।'