Jamshedpur FC (Photo Credit: Jamshedpur FC/ X)

আজ ৫ অক্টোবর হায়দরাবাদ এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে মাঠে নামবে জামশেদপুর এফসি (Hyderabad FC)। সম্প্রতি সিকিম আকরমানকে (Sikkim Aakraman) প্রাক মরসুমে ক্লাব-বান্ধব ম্যাচে ১০ গোলে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হওয়ার কথা জামশেদপুরের, কিন্তু বড় জয় পেলেও এবারের আইএসএলে একই ফর্ম আনতে পারেনি জামশেদপুর। চলতি মরসুমে এখনও পর্যন্ত দু'টি আইএসএল ম্যাচ খেলেছে তারা। তাদের মরসুমের ওপেনার দেখেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র। নিজেদের দ্বিতীয় ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে ০-১ গোলে হেরেছে জামশেদপুর। ম্যাচের ৭৪ মিনিটে কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) হয়ে গোল করেন আদ্রিয়ান লুনা (Adrian Luna)। জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর বনাম হায়দরাবাদ আইএসএলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, আইএসএল ২০২৩-এর আগে ক্লাব ফ্রেন্ডলিতে বেশ কয়েকটি দুর্দান্ত জয় পেয়েছে হায়দরাবাদ। খিদিরপুরের (Kidderpore) বিপক্ষে ৬-০ গোলের জয়ের আগে নেরোকার (Neroca) বিপক্ষে আট গোলের মাইলফলক স্পর্শ করে তারা। তাদের আইএসএল অভিযান অবশ্য বলছে অন্য কথা। আইএসএল-এর প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে ২-১ গোলে হেরেছে হায়দরাবাদ। ম্যাচের প্রথমার্ধের আট মিনিটে জিতেশ শর্মার গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করে লাল-হলুদের জয় নিশ্চিত করেন ক্লিটন সিলভা। হায়দরাবাদ এখন আসন্ন লিগ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ফর্ম পুনরুদ্ধারের চেষ্টা করবে। East Bengal vs Bengaluru FC Result: বেঙ্গালুরুর ঘরের মাঠে ২-১ গোলে হার ইস্টবেঙ্গলের

কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

৫ অক্টোবর জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে (JRD Tata Sports Complex, Jamshedpur) আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জামশেদপুর এফসি বনাম হায়দরাবাদ এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।