Rashid Khan & Shaheen Shah Afridi (Photo Credit: Pakistan Super League/ Twitter)

আজ ৯ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ২৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড (Islamabad United) ও লাহোর কালান্দার্স (Lahore Qalandars)। রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স দু'দলই ছ'টি করে ম্যাচ জিতে শীর্ষ চারের টিকিট নিশ্চিত করেছে। তবে এই ম্যাচে জিতে দুই দলই শীর্ষ দুইয়ে থাকতে চাইবে। টানা তিন জয়ে ইসলামাবাদ ইউনাইটেড যখন ঘুরে দাঁড়িয়েছে, তখন পেশোয়ার জালমির কাছে কঠিন পরাজয়ের ধাক্কা সামলে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। দুই দলই সমান মনে হলেও লাহোর কালান্দার্সের তারকাখচিত বোলিং আক্রমণের জন্য খেলা তাঁদের পক্ষেই ঝুঁকে।

কবে, কোথায় আয়োজিত হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের খেলা?

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্লাব গ্রাউন্ডে (Pindi Club Ground, Rawalpindi) ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের খেলা?

পাকিস্তান সুপার লিগের ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।