যত সময় যাচ্ছে আরও যেন বেঁধে বেঁধে থাকছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং আরজে মাহবাশ (RJ Mahvash)। ভারতীয় ক্রিকেটরের বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে জড়িয়েছে সুন্দরী আরজের নাম। নানান জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। খোশমেজাজে একে অপরের প্রতি যেন তাঁরা দুটিতে বুঁদ হয়ে থাকেন সর্বক্ষণ। শনিবার ল্যাগেজ নিয়ে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন চাহাল এবং 'বান্ধবী' মাহবাশ। আইপিএল (IPL 2025) চলাকালীন দুটিতে মিলে কোথায় চললেন?
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) বিবাহবিচ্ছেদে পাকাপাকিভাবে সিলমোহর পড়েছে। পাঁচ বছরের বিবাহিত জীবনে ইতি টেনে আলাদা হয়েছে দুজনের পথ। দুই পক্ষই পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের পথে হেঁটেছেন। জানা যায়, খোরপোশ হিসাবে ধনশ্রীকে ৪.৭৫ কোটি টাকা দিয়েছেন চাহাল। বিচ্ছেদের পর থেকেই আরজে মাহবাশের সঙ্গে ক্রিকেটরের ঘনিষ্ঠতা বাড়ছে। কখনও চাহালের দলকে সমর্থন করতে মাঠে হাজির থাকছেন আরজে। তো আবার কখনও নতুন করে প্রেমে পড়ার ইঙ্গিত দিয়ে এক তোড়া গোলাপের সঙ্গে ছবি শেয়ার করছেন ক্রিকেটার। প্রেমের গুঞ্জনের আগুনে ঘি ঢেলে এবার বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন দুজন।
বিমানবন্দরে একসঙ্গে চাহাল এবং মাহবাশঃ
View this post on Instagram
কোথায় চললেন চাহাল এবং মাহবাশ?
সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দর থেকে দুজনকে একসঙ্গে বের হতে দেখা গিয়েছে। তাঁরা কথা বলতে বলতে এগিয়ে আসছেন পঞ্জাব কিংসের টিম বাসের কাছে। সেখানে ছিলেন দলের অন্যান্য সদস্যরাও। চাহাল বাসে ওঠার আগে তাতে লাগেজ তোলার জন্যে দাঁড়ালেন। আর মাহবাশ বাসে ওঠার জন্যে এগিয়ে গেলেন। আজ রবিবার মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। চাহালের দলকে সমর্থন জানাতে আবারও পৌঁছে গেলেন মাহবাশ।