Ireland National Cricket Team vs West Indies National Cricket Team, 2nd ODI Live Streaming: আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ মে মুখোমুখি হবে IRE বনাম WI। ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে (Castle Avenue, Dublin) আয়োজিত হয়েছে এই ম্যাচ। প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়েছে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বালবার্নির অসাধারণ সেঞ্চুরির সুবাদে তাদের স্কোর হয়-৩০৩/৬ স্কোর করতে সক্ষম হয়। বল হাতে ব্যারি ম্যাককার্থি (Barry McCarthy) ওয়েস্ট ইন্ডিজের ৪ উইকেট তুলে নেন ৩২ নিয়ে। এরপর ক্যারিবিয়ান দল ৩৪.১ ওভারে মাত্র ১৭৯ রান করে অলআউট হয়ে যায়। এটি আয়ারল্যান্ডের পূর্ণ সদস্যের দলের বিরুদ্ধে সবচেয়ে বড় ওয়ানডে জয়। IRE vs WI 2nd ODI Dream11 Prediction: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
Must-Win Clash!
West Indies face a do-or-die challenge as they look to bounce back against Ireland after a tough loss in the opening ODI.
Can they level the series or will Ireland seal it early?#IREvWI | #CatchEveryMatch | #DontStopStreaming | #tapmad pic.twitter.com/RuO3dsMwVw
— tapmad (@tapmadtv) May 23, 2025
আয়ারল্যান্ড স্কোয়াডঃ পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ম্যাথু হামফ্রেইস, জশুয়া লিটল, ব্যারি ম্যাকার্থি, ক্রেইগ ইয়ং, থমাস মায়েস, কেড কারমাইকেল, লিয়াম ম্যাককার্টি।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেজ, আমির জাঙ্গু, জন ক্যাম্পবেল, গুদাকেশ মোতি, আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলস, জুয়েল অ্যান্ড্রু, জেডিয়া ব্লেডস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস।
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২৩ মে ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে (Castle Avenue, Dublin) আয়োজিত হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টে বেজে ১৫ মিনিটে।
ভারতে টিভিতে কোথায় দেখবেন আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।