Tushar Deshpandey (Photo Credit: CSK Fans Army/ Twitter)

শুক্রবার ইতিহাস গড়লেন চেন্নাই সুপার কিংসের পেসার তুষার দেশপান্ডে। আইপিএলের ষোড়শ আসরের প্রথম 'ইম্প্যাক্ট প্লেয়ার' তিনি। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে অম্বাতি রায়ডুকে সরিয়ে নতুন নিয়মের প্রথম সুবিধাভোগী হলেন দেশপান্ডে। রক্ষণাত্মক ৭ উইকেটে ১৭৮ রানের স্কোরে পৌঁছনোর পর, চেন্নাই তাদের বোলিং আক্রমণকে শক্তিশালী করার জন্য তুষার দেশপান্ডেকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আনার সিদ্ধান্ত নেয়। তবে এই পদক্ষেপে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারেননি। দেশপাণ্ডে দুই ওভারে ২৯ রান দেন।

টসের পর সিএসকে যে পাঁচ বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করেছিল, তাঁদের মধ্যে ছিলেন দেশপান্ডে। বাকিরা হলেন শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, অজিঙ্ক রাহানে ও নিশান্ত সিন্ধু। অন্যদিকে, গুজরাত টাইটান্স তাদের বিকল্প হিসেবে জয়ন্ত যাদব, মোহিত শর্মা, অভিনব মনোহর, কে এস ভরতের পাশাপাশি বি সাই সুদারসনের নাম ঘোষণা করেছে। গুজরাত টাইটান্সের বি. সাই সুদারসন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নির্বাচিত দ্বিতীয় খেলোয়াড় হিসাবে তার সাথে যোগ দেন। কেন উইলিয়ামসন প্রথম ইনিংসে ফিল্ডিং করতে নেমে চোট পান, তখন তাঁর পরিবর্তে আসেন সাই সুদারসন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির আসরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরীক্ষা-নিরীক্ষার পর এ বছর প্রথমবারের মতো ইমপ্যাক্ট প্লেয়ার রুল কার্যকর করা হয়েছে।