IPL 2024 Auction (Photo Credit: Cricket Enthusiast/ X)

IPL 2025 Mega Auction: এবার সৌদি আরবে বসতে চলেছে আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আসর। আগামী ২৪ ও ২৫ নভেম্বর- দু'দিন ধরে সৌদির রাজধানী রিয়াদে চলবে আইপিএলে ক্রিকেটারদের কেনাকেটার পর্ব। সৌদিতে সেভাবে ক্রিকেটের চল না থাকলেও, আইপিএল নিয়ে আরবের এই ধনকুবের দেশ ব্যাপক আগ্রহ দেখিয়ে BCCI-র সঙ্গে কথা বলেছিল। আইপিএল বিপুল পরিমাণ লগ্নির প্রস্তাবও দিয়ছে সৌদিত। যে সৌদিতে এখন ক্লাব ফুটবল খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী দিনে আইপিএলের ম্যাচ সৌদিতে আয়োজন হতে পারে জল্পনা। সবার আগে নিলাম পর্ব সেখানে নিয়ে আইপিএলের আরব কানেকশন তৈরি হল। দশটি ফ্র্যাঞ্চাইজির কর্তারাই রিয়াধে নিলামের বিষয়ে আইপিএলের গর্ভনিং কাউন্সিলের সম্মতি জানিয়েছেন বলে খবর।

ইতিমধ্যেই আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেনসন তালিকা বা কোন কোন ক্রিকেটারদের ধরে রাখছে, তা জমা দিয়েছে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জোস বাটলার, কেএল রাহুল, আইডেন মার্করাম, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু'প্লেসিস-এর তারকা ক্রিকেটারদের নিলাম থেকে কেনার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেটারদের ধরে রাখতে যে খরচ হয়েছে, তা বাদ দিয়ে ১২০ কোটি টাকা থেকে যে অর্থ বেঁচে আছে সেটাই নিলামে খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

দেখুন খবরটি

নিলামে সবচেয়ে বেশী টাকা থাকছে পঞ্জাব সুপার কিংসের কাছে সবচেয়ে বেশী ১১০ কোটি ৫০ লক্ষ টাকা থাকছে। নিলামে সবচেয়ে কম অর্থ থাকছে রাজস্থান রয়্যালস (৪১ কোটি), সান রাইজার্স হায়দরাবাদ (৪৫ কোটি) ও মুম্বই ইন্ডিয়ন্স (৪৫ কোটি)-র কাছে। এই তিন ফ্র্যাঞ্চাইজিই তাদের গতবারের দলের কোর ক্রিকেটারদের ধরে রেখেছে। কলকাতা নাইট রাইডার্সের কাছে নিলামের জন্য থাকছে ৫১ কোটি টাকা। গতবার আইপিএলের নিলামের আসর বসেছিল দুবাইয়ে।