
KKR vs RCB Head-to-Head Record: শনিবার (২২ মার্চ) কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) আইপিএল ২০২৫ (IPL 2025)-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) আতিথ্য দেবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দুই দলই নতুন অধিনায়কের নেতৃত্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু করবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআরকে (KKR) নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) এবং আরসিবির (RCB) অধিনায়কত্ব করবেন রজত পাটিদার (Rajat Patidar)। নতুন অধিনায়ক ছাড়াও কেকেআর এবং আরসিবি দুই দলেই বেশ কয়েকটি নতুন মুখ খেলবে। তবে বিরাট কোহলি (Virat Kohli), সুনীল নারিন (Sunil Narine) এবং আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো অভিজ্ঞ তারকারা তো থাকছেনই। আরসিবির কাছে ফিল সল্ট (Phil Salt) সহ কেকেআর তাদের শিরোপা জয়ী অভিযানের কয়েকজন তারকাকে হারিয়েছে। তবে কেকেআর নতুন মরসুমেও ঘরের মাঠে আরও ভাল করার আশা করবে। KKR vs RCB, IPL 2025: বাতিল হতে পারে কেকেআর বনাম আরসিবি আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ, কিন্তু কেন?
কেকেআর বনাম আরসিবির হেড টু হেড রেকর্ড
— KolkataKnightRiders (@KKRiders) March 21, 2025
শেষবার ইডেন গার্ডেন্সে এই দুই দল যখন খেলে তখন কেকেআর আরসিবির বিরুদ্ধে মোট ২২২ রান ডিফেন্ড করে ১ রানে জিতেছিল। সেই রোমাঞ্চকর জয়ে বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের রেকর্ডও বেড়ে যায় কলকাতার। আইপিএলের ইতিহাসে ৩৫তম এবং কলকাতার আইকনিক ইডেন গার্ডেনে ১৩ নম্বরবার মুখোমুখি হবে দুই দল। এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ড।
কেকেআর বনাম আরসিবি হেড টু হেড রেকর্ড
আইপিএলে ৩৪টি আরসিবি বনাম কেকেআর হেড টু হেড লড়াইয়ে আরসিবির বিরুদ্ধে ২০ বার জিতেছে কেকেআর। অন্যদিকে, কলকাতার বিরুদ্ধে ১৪ বার জিতেছে আরসিবি। গত মরসুমে আরসিবির বিরুদ্ধে লিগ পর্বের দু'টি ম্যাচেই জেতে কেকেআর। কলকাতায় ২২২ রান ডিফেন্ড করার আগে প্রথমে বেঙ্গালুরুতে ৭ উইকেট এবং ১৯ বল বাকি থাকতে ১৮৩ রান তাড়া করে। শেষ ৮টি ম্যাচেও ৬-২ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। মোট হিসেবে প্রথমে ব্যাটিং করে ১০ বার জিতেছে কেকেআর এবং আরসিবি জিতেছে ১১ বার। আবার চেস করতে গিয়েও ১০ বার জিতেছে কেকেআর এবং আরসিবি জিতেছে ১১ বার। আরসিবির বিপক্ষে কেকেআরের সবচেয়ে বড় স্কোর হল-২২২ এবং সবচেয়ে কম স্কোর হল-৮৪। এদিকে কেকেআরের বিপক্ষে আরসিবির সবচেয়ে বড় স্কোর হল-২২১ এবং সবচেয়ে কম স্কোর হল-৪৯।
কেকেআর বনাম আরসিবির স্ট্যাট রেকর্ড
সর্বাধিক রানঃ কেকেআরের হয়ে গৌতম গম্ভীর (৪৭৫ রান) এবং আরসিবির হয়ে বিরাট কোহলি (৯৬২ রান)
সর্বোচ্চ রানঃ কেকেআরের হয়ে ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*) এবং আরসিবির হয়ে ক্রিস গেইল (১০২ *)
সর্বাধিক ছক্কাঃ কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল (৩৫টি ছক্কা) এবং আরসিবির হয়ে ক্রিস গেইল (৪০টি ছক্কা)
সর্বাধিক চারঃ কেকেআরের হয়ে গৌতম গম্ভীর (৫৭টি চার) এবং আরসিবির হয়ে বিরাট কোহলি (৮৪টি চার)
সর্বাধিক সেঞ্চুরিঃ কেকেআরের হয়ে ব্রেন্ডন ম্যাককালাম ত১টি সেঞ্চুরি) এবং আরসিবির হয়ে ক্রিস গেইল ও বিরাট কোহলি (১টি সেঞ্চুরি)
সর্বাধিক উইকেটঃ কেকেআরের হয়ে সুনীল নারিন (২৬ উইকেট) এবং আরসিবির হয়ে যুজবেন্দ্র চাহাল (১৯ উইকেট)
সেরা বোলিংঃ কেকেআরের হয়ে বরুণ চক্রবর্তী (৪/১৫) এবং আরসিবির হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা (৪/২০)