
নিরাপত্তার কারণে বদলে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টসের (KKR Vs LSG) ম্যাচের ভেন্যু। আগামী ৬ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে (Eden gardens) দুই দলের এই ম্যাচ হওয়ার কথা থাকলেও, তা হচ্ছে না বলে জানানো হয়েছে। রামনবমীর জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা না থাকায় আইপিএলের (IPL 2025) এই ম্যাচ এখন হবে গুয়াহাটিতে। গত বছরও রামনবমীর দিন আইপিএলের ম্যাচ ছিল কলকাতায়।তবে পুলিশের আপত্তিতে সেই ম্যাচের দিনও পরিবর্তন করা হয়েছিল।
🚨 IPL MATCH RESCHEDULE. 🚨
- Kolkata Police requested to reschedule KKR Vs LSG at Eden Gardens on 6th April citing heavy security deployment across the city for Ram Navami celebration. pic.twitter.com/G0j1AVjsTh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 20, 2025
আগামী ৬ এপ্রিল রামনবমী (Ram Navami) কলকাতার নানা জায়গায় রয়েছে বেশ কিছু অরাজনৈতিক এবং রাজনৈতিক মিছিল ও অনুষ্ঠান। সেগুলির নিরাপত্তার জন্য পুলিশকর্মীদের একটা বড় অংশ ব্যস্ত থাকবেন বলে জানিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে সিএবিকে চিঠি দিয়ে ম্যাচের দিন পরিবর্তন করতে বলা হয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (CAB President) সঙ্গে বৈঠকও করেছিলেন কলকাতা পুলিশের আধিকারিকেরা।কলকাতা পুলিশের বক্তব্য প্রসঙ্গে বুধবার সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘‘পুলিশ পরিষ্কার জানিয়েছে ৬ এপ্রিলের ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত না থাকলে ৬৫ হাজার দর্শক নিয়ে ম্যাচ আয়োজন অসম্ভব। আমরা বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI) জানিয়েছি। তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’’
বিসিসিআই এর তরফে আনুষ্ঠানিক ঘোষণা না করা হলেও জানা গেছে ম্যাচের দিন এক রেখে মাঠ বদলানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই মুহুর্তে কেকেআর-লখনউ ম্যাচ গুয়াহাটিতে হওয়ার সম্ভাবনা বেশি। তবে আপাতত, ইডেনে জোরকদমে প্রস্তুতি চলছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের।রাত পেরোলেই (২২ মার্চ) আইপিএলের উদ্বোধনী ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। কিং খানের (King Khan) দলকে বেগ দেবেন কিং কোহলি (King Kohli) নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবিকে হারিয়ে মরসুমের শুরুটা করতে পারে কিনা সেটাই লক্ষ্য রাখার।