রবিবার আইপিএলে (IPL 2020) হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব সুপার কিংস (Kings XI Punjab) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। চলতি লিগে এখনও পর্যন্ত দুই ম্যাচ খেল ১টি ম্যাচে জিতেছে কিংস ইলেভেন পঞ্জাব। আরসিবি-র বিরুদ্ধে শেষ ম্যাচে আইপিএলের ইতিহাসের ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ ১৩২ রান করে জয় এনে দিয়েছেন কেএল রাহুল। অন্যদিকে তাদের প্রথম ম্যাচে রাজস্থান চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। ১৩ তম আইপিএলে এখনও পর্যন্ত দুশোর বেশি রান হাঁকানো দুই দল আজ মুখোমুখি হতে চলেছে। শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ।
অতিরিক্ত কোয়ারান্টিন সময়কালের কারণে রাজস্থানের প্রথম ম্যাচে পাওয়া যায়নি জোস বাটলারকে। আজকের ম্যাচে তিনি খেলবেন বলে মনে করা হচ্ছে। তাই বসে হতে পারে ডেভিড মিলারকে। শারজায় আইপিএল ২০২০-এর নবম ম্যাচটি মারাত্মক সংঘাত হতে পারে কারণ কেএল রাহুলের নেতৃত্বাধীন পঞ্জাবের কাছে যা কিছু থাকা দরকার সবটাই রয়েছে। গত ম্যাচে আরসিবি-কে তারা সব বিভাগেই টেক্কা দিয়েছে। অধিনায়ক কেএল রাহুল সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন এবং স্টিভ স্মিথের দুর্দান্ত অর্ধ শতরানে ভর করে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল। সর্বোপরি তাদের কাছে জোফরা আর্চার, শ্রেয়স গোপাল এবং রাহুল তেওয়াতিয়া রয়েছেন। আরও পড়ুন: East Bengal To Make ISL Debut: আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন নীতা আম্বানি
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, জোস বাটলার, রবিন উথাপ্পা, সঞ্জু স্যামসন, স্টিভেন স্মিথ, রিয়ান পারাগ, শ্রেয়স গোপাল, টম কারান, রাহুল তেওয়াতিয়া, জোফরা আর্চার, জয়দেব উনাদকাত।
কিংস ইলেভেন পঞ্জাবের সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, জেমস নীশাম, মহম্মদ শামি, মুরুগান আশ্বিন, শেল্ডন কট্রেল, রবি বিশনয়।
পিচ রিপোর্ট: শারজা স্টেডিয়ামের মাঠ ছোটো। ফ্ল্যাট উইকেট ব্যাটসম্যানদের পক্ষে যাবে এবং বোলারা তেমন সুবিধা আদায় করতে পারবে না।
এর আগে ১৯ বার মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাব। ১০ বার জিতেছে রাজস্থান। বাকি ৯ বার জিতেছে পঞ্জাব।